ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একমাত্র সন্তানের আত্মহত্যার শোক সইতে না পেরে বাবা আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর গোয়ালটুলি গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নূর হোসেন (৫২)।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নূর হোসেন দক্ষিণ বিশ্রামপুর গোয়ালটুলি গ্রামের মৃত বাহুর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত কারণে তিন মাস আগে নূর হোসেনের একমাত্র ছেলে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এরপর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।
দিনমজুরের কাজও ছেড়ে দেন। সম্প্রতি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন নূর হোসেন। স্থানীয়রা চাঁদা তুলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর চেষ্টা করছিল। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মসজিদেও তার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করা হয়।
নূর হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, স্বামীর চিকিৎসার জন্য বাড়ির পাশে এক জনের সঙ্গে টাকা নিয়ে কথা বলতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি তিনি আত্মহত্যা করেছেন।
নূর হোসেনের ছোট ভাই বেলাল হোসেন জানান, ভাইয়ের একমাত্র ছেলের আত্মহত্যার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আগামীকাল রংপুরে চিকিৎসা নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।
ভানোর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত আলী বলেন, নূর হোসেন ছিলেন একজন অসহায় মানুষ। ছেলের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিকিৎসার প্রস্তুতি চলছিল কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ আর হলো না।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, মাত্র তিন মাস আগে নূর হোসেনের একমাত্র ছেলের আত্মহত্যা করে। ছেলের মৃত্যুতে শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন নূর হোসেন। স্থানীয়দের সহানুভূতিতে তার চিকিৎসার চেষ্টা চলছিল। তবে তার আগেই তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।