প্রথম দক্ষিণী সিনেমা হিসেবে বাংলাদেশে থালাপতি বিজয়ের ‘লিও’

বিনোদন ডেস্ক : প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমা হিসেবে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘লিও’। নির্মাতা লোকেশ কানাগরাজের এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। রয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও। সিনেমাটি ঢাকায় মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ‌‘লিও অফিসিয়াল’।

বিজয়ের বাংলাদেশি ভক্তরা এই ঘোষণায় বেশ উচ্ছ্বসিত। অনেকে সেই পোস্টের মন্তব্য ঘরে শুভেচ্ছায় ভাসিয়েছেন অভিনেতাকে। এ সিনেমায় বিজয়ের বিপরীতে দীর্ঘদিন পর অভিনয় করেছেন তৃষা। এছাড়াও থাকছেন কিরথি সুরেশ, অর্জুন, মিশা ঘোষাল, প্রিয়া আনন্দ, মনসুর আলি খান প্রমুখ।

অ্যাকশন থ্রিলারধর্মী ‌‘লিও’ সিনেমার কাহিনি এগিয়েছে পারিবারিক একটি গল্পে। যেখানে স্ত্রী-কন্যাকে রক্ষা করতে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতে হয় তাঁকে। গল্পে বিজয়কে দেখা যাবে একটি চকলেট ফ্যাক্টরি চালাতে। সুখে-শান্তিতে ভালোই কাটে তাঁর সংসার। কিন্তু হঠাৎ ডাকাতরা আক্রমণ করে সেই গ্রামে। শতশত মানুষকে হত্যা করে তারা। এই ডাকাতদের বিরুদ্ধে সিংহপুরুষের মতোই লড়াইয়ে নামেন বিজয়।

ধারণা করা হচ্ছে ‘পাঠান’, ‘কিসিকা ভাই কিসিকি জান’ ও ‘জওয়ান’-এর মতো এ ছবিও আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা অনন্য মামুনের একটি পোস্ট সেদিকেই ইঙ্গিত দেয়। তবে এখনও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, নির্মাতা লোকেশ কানাগরাজের সিনেমাটিক ইউনিভার্সের অংশ ‘লিও’। অনেকেই মনে করছেন এই ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’র অনেক চরিত্রকেই দেখা যাবে এ সিনেমায়। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‌‌‘লিও’ মুক্তি পাবে ১৯ অক্টোবর। এর আগে আজ ট্রেলার প্রকাশ পাবে।

নতুন ছবি প্রকাশ, উন্মাদনা বাড়াল ‘জোকার’