জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে থানাহাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে তরিকুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও জানানো হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা বলেন, অপরাধের সঙ্গে যুক্ত কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না। যে কোনো অন্যায় বা অপরাধ প্রমাণিত হলে দল তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তরিকুল ইসলামের কর্মকাণ্ড দলের নীতি ও আদর্শবিরোধী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) শ্রীনগর থানা পুলিশ একটি মামলার এজাহারভুক্ত আসামি তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক। তবে রাত ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা থানায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান।
পুলিশ জানায়, আসামিকে ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরদিন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।
Nokia 6600 Max: 5G স্মার্টফোনে প্রিমিয়াম ফিচার ও DSLR মানের ক্যামেরা
অবস্থার অবনতি এড়াতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দ্রুত ব্যবস্থা নেয় এবং তরিকুল ইসলামকে বহিষ্কার করে। দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা জানান, এমন পদক্ষেপ দলের শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।