বিনোদন ডেস্ক : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বর্ষীয়ান, জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী বীণা কাপুরকে খুন করেছেন তার ছেলে- গত শনিবারই জানা যায় অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যুর খবর।
জানা যায়, বেসবলের ব্যাট দিয়ে মায়ের মাথা থেতলে দেয় তার ছেলে। এখানেই শেষ নয়, এরপর মায়ের দেহ নিয়ে গিয়ে ৯০ কিলোমিটার দূরে নদীতে ভাসিয়ে দেন। এমন খবরে শিউরে উঠেছিল বলিউড।
কিন্তু নাহ, বুধবার থানায় গিয়ে অভিনেত্রী বীণা কাপুর বললেন, ‘আমি মরিনি, বেঁচে আছি। ’
অভিনেত্রী নিজেই তার ছেলেকে নিয়ে গিয়ে মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছেন। দিন্ডোসী থানায় গিয়ে পুলিশের কাছে ভুয়া খবর ছড়িয়ে দেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় হেনস্থার অভিযোগ এনেছেন বর্ষীয়ান অভিনেত্রী। বীণা কাপুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার মৃত্য়ুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে সমবেদনা জানিয়ে তার ফোনে বহু মেসেজ, ফোন আসা শুরু হয়েছে। যাতে তিনি একপ্রকার ত্যক্ত-বিরক্ত, কাজে মন দিতে পারছেন না। এমনকি বহু কাজ তার হাত থেকে চলে যেতে বসেছে। কিন্তু আমি জানাতে চাই, আমার ছেলে আমায় খুন করেনি, আমি দিব্যি বেঁচে আছি।
এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই বীণা কাপুরের ছেলে অভিষেক কাপুর বলেন, ‘এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে আমার কাছেও বহু ফোন আসছে। সকলে বলছেন আমি নাকি আমার মাকে মেরে ফেলেছি। এমন ভয়ানক কথা আমি তো ভাবতেও পারিনা। আমি মাকে ভীষণ ভালোবাসি, আমার মাও দিব্যি বেঁচে আছেন। ’
এবার প্রশ্ন অভিনেত্রী বীণা কাপুর যদি বেঁচে থাকেন, তাহলে ঠিক কী ঘটেছে? পুলিশ গ্রেফতারই বা করল কাকে? জানা যাচ্ছে, বীণা কাপুর খুন হয়েছেন ঠিকই। তবে তিনি অভিনেত্রী নন, জুহুর বাসিন্দা। আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন শচিন কাপুর। তিনি জুহুর ওই মৃত বীণা কাপুরের ছেলে। অগত্যা এখানেও সেই নাম বিভ্রাট। যে কারণে ভুয়া খবর ছড়িয়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।