স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ও ওয়ানডে শেষে বাংলাদেশ-শ্রীলংকা এখন দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার অপেক্ষায়। যেখানে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে শ্রীলংকা ও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
টেস্ট সিরিজে অবসর ভেঙে খেলার জন্য দলে ফিরেছিলেন শ্রীলংকার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে দলে ফিরলেও আসন্ন টেস্ট সিরিজে খেলা হবে না তার। নিষেধাজ্ঞার কবলে পড়েছেন এই স্পিন অলরাউন্ডার।
আগামী শুক্রবার সিলেটে দুই দলের প্রথম টেস্ট শুরু। দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামে খেলা হবে আগামী ৩০ মার্চ। অবসর ভেঙে ফিরে এই সিরিজেই খেলার কথা ছিল হাসারাঙ্গার। তবে তা আর হচ্ছে না। আইসিসির আচরণবিধি ভাঙার কারণে বড়সড় শাস্তি পেয়েছেন তিনি। ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ২ টেস্টের সিরিজের জন্য নিষিদ্ধ লংকানদের এই তারকা।
গত সোমবার টাইগারদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইসিসির আচরণ বিধির ২.৮ ধারা ভাঙেন হাসারাঙ্গা। আইসিসির ওই ধারাতে বলা রয়েছে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রদর্শন করলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে শাস্তির মুখে পড়তে হবে।
ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের রান তাড়া করার সময়ে ইনিংসের ৩৭তম ওভারে। নিজের ওভারের প্রথম বলে মেহেদী হাসান মিরাজকে আউট করেন হাসারাঙ্গা। এরপর নেমেই প্রথম বলেই লংকান স্পিনারকে ছক্কা হাঁকান রিশাদ হোসেন। পরের বলে তার বিরুদ্ধে জোরালো এলবিডব্লিউয়ের আবেদন করে লংকানরা। আম্পায়ার আউট দেননি। সিদ্ধান্ত রিভিউ করে লঙ্কানরা। সেখানেও ‘আম্পায়ার্স কলের’ কথা বলা হয়। তখনই অসন্তোষ জানিয়ে শাস্তির মুখে পড়লেন হাসারাঙ্গা।
আইসিসি তার ম্যাচ ফির অর্ধেক জরিমানা করেছে। হাসারাঙ্গাকে দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে তার নামের পাশে এই নিয়ে যুক্ত হল আটটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির নিয়ম অনুযায়ী, দুই বছরের মধ্যে কোনো ক্রিকেটার ৮টি ডিমেরিট পেলে শাস্তি হিসেবে তাকে চারটি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়। অর্থাৎ,হয় দুটি টেস্ট কিংবা চারটি ওয়ানডে না হলে চারটি টি-টোয়েন্টিতে তাকে নিষিদ্ধ করা হবে। তিন ফরম্যাটের মধ্যে দলের খেলা যে ফরম্যাটে আগে আসে, সেখানে খেলতে পারবেন না শাস্তির কবলে পড়া ক্রিকেটার।
হাসারাঙ্গা নিজের ভুল স্বীকার করে নেওয়ার ফলে এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের শাস্তি মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।