স্পোর্টস ডেস্ক : পানির সঙ্গে ইতিবাচক বা মিষ্টি কথা বললে পরিষ্কার পানি পাওয়া যায়। শুনেই হেসে গড়াগড়ি খেতে ইচ্ছা হতে পারে। অথবা মনে হতে পারে, কোনো ভুয়া ধর্মপ্রচারকের আবির্ভাব ঘটেছে।
না, এমন বৈপ্লবিক ধারণা দিয়েছেন লিভারপুল ও ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার রিকি ল্যামবার্ট। ২০১৪ সালে লিভারপুলে যোগ দেয়া এই স্ট্রাইকারের লিভারপুল ক্যারিয়ারটা কাঙ্খিত পথে এগোয়নি। অল রডদের জার্সিতে ৩৬ ম্যাচে মাত্র ৩ গোল করে বিদায় নিয়েছিলেন। ২০১৭ সালে পেশাদার ফুটবলকেই বিদায় বলেছেন।
এরপর থেকে অনেকটা আড়ালেই ছিলেন। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমন কিছু বলেছেন, যাতে চমকে উঠেছেন সবাই।
ল্যামবার্ট বলেছেন, ‘বিজ্ঞানীরা একটা পরীক্ষা করে দেখেছেন, যেখানে আপনি একটা গ্লাসে পানি রেখে ইতিবাচক কথা বলে সেটাকে বরফ বানিয়েছেন। তেমনিভাবে আরেকটি গ্লাসে পানি রেখে নেতিবাচক কথা বলে সেটিকেও বরফ বানিয়েছেন।’
তো, এমন পরীক্ষার কী ফল মিলেছে? ল্যামবার্টই জানিয়েছেন, ‘এরপর তারা দুটি বরফই পরখ করেছেন। দেখা গেছে, নেতিবাচক কথা বলা বরফে অনেক গর্ত আর কালো দাগ আছে। সে গ্লাসের পানির সঙ্গে ইতিবাচক ব্যবহার করা হয়েছে, সেটা স্ফটিকে ভর্তি ছিল।’
ল্যামবার্টের দাবি, শুধু একবার নয়, বেশ কয়েকবার এই পরীক্ষা করা হয়েছে, ‘তারা শব্দ নিয়েও পরীক্ষা করেছে এবং দেখেছে নির্দিষ্ট এক ধরনের কথাবার্তায় পানি সবসময় একই ধরনের প্রতিক্রিয়া দেখায়।’
শুধু ইতিবাচক কথা নয়, পানির গুনগানও গাওয়ার পরামর্শ দিয়েছেন ল্যামবার্ট, ‘পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেই পানি সবচেয়ে ভালো প্রতিক্রিয়া দেখায় এবং সবচেয়ে সুন্দর স্ফটিক সৃষ্টি করে। অর্থাৎ, আমি যা বলতে চাচ্ছি তা হলো কৃতজ্ঞতা প্রকাশ করুন।’
ফুটবল ভক্তরা অবশ্য এখনো পর্যন্ত এমন ধারণার পক্ষে ভোট দিচ্ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টো হাসাহাসি করছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।