অন্যরকম খবর ডেস্ক : মুসলিম ধর্মে নারীদের হিজাব না পরা অপরাধ হিসেবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে কিছু দেশ আছে যেখানে নারীদের হিজাব পরার জন্য জোর দেওয়া হয়। হিজাব মুসলমানদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
বিশ্বের প্রায় সব দেশেই মুসলিম নারীরা হিজাব পরেন। ইরানে কোনো নারী হিজাব না পরলে তাকে গ্রেপ্তার করা হয়। এমনকি মুসলিম দেশগুলোতেও মেয়েদের স্কুলে হিজাব পরতে হয়। ছোটবেলা থেকেই তাদের হিজাব পরানো হয়।
বিশ্বের সব মুসলিম দেশের মধ্যে একটি দেশ আছে যেখানে মেয়েদের স্কুলে হিজাব পরা নিষিদ্ধ। জানলে অবাক হবেন, এই মুসলিম দেশে ভুল করেও কোনো ছাত্রী হিজাব পরলে তাকে কঠিন শাস্তি দেওয়া হয়।
আসলে এই প্রতিবেদনে কাজাখস্তানের (Kazakhstan) কথা বলা হয়েছে। এদেশের জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ মুসলিম। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ নিজেই মুসলিম ধর্মকে খুব কঠোরভাবে অনুসরণ করেন।
সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলিম হলেও এ দেশে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। যার কারণ হলো ২০১৬ সালে এদেশে পাস করা একটি আইন। যা অনুযায়ী এদেশে স্কুলের ইউনিফর্মে ধর্মীয় পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।