যে কারণে ভারত ছাড়লেন পাকিস্তানি এই নারী সঞ্চালক

নারী সঞ্চালক

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বে মাইক্রোফোন হাতে পরিচিত মুখ জয়নাব আব্বাস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পর এইবার ওয়ানডে বিশ্বকাপ কাভার করতে ভারতে এসেছিলেন তিনি। কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ভারত ছেড়েছেন এই নারী সঞ্চালক।

নারী সঞ্চালক

গত ৫ অক্টোবর জয়নাবের বিরুদ্ধে বিনীত জিন্দল নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী দিল্লির আদালতে জয়নাবের বিরুদ্ধে সাইবার আইনে অভিযোগ করেন। পাকিস্তানের পত্রিকা ‘ডন’ জানায়, ৯ বছর আগে জয়নাবের করা কিছু টুইট (এক্স) উল্লেখ করে তিনি জানিয়েছেন, ভারত এবং একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন জয়নাব আব্বাস। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসিকেও ব্যাপারটি জানিয়েছেন বিনীত।

কাবা শরিফে আজান দেয়ার স্বপ্ন পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের

৬ অক্টোবর অনুষ্ঠিত পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচের দায়িত্বও পালন করে হুট করেই তিনি ভারত থেকে দুবাই চলে যান। এমন ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় আলোচনা শুরু হতেই আইসিসি জানায়, জয়নাব ব্যক্তিগত কারণে ভারত ছেড়েছেন।

জয়নাব আইসিসির ডিজিটাল টিমের হয়ে কাজ করছিলেন। পাকিস্তানের ম্যাচগুলোতে তার দায়িত্ব পালনের কথা ছিল। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জয়নাবের পুরনো কিছু ভারত বিরোধী পোস্ট নতুন করে আলোচনায় আসে। এরপরই নাকি তিনি ভারত ত্যাগ করেন।