বলিউডের প্রথম সিনেমা হিসেবে যে রেকর্ড গড়ল ‘পাঠান’

'পাঠান' সিনেমা

বিনোদন ডেস্ক : বড় পর্দায় “পাঠান” সিনেমা মুক্তির তিন সপ্তাহ হয়ে গেছে। কিন্তু বক্স অফিসে অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রটির জয়যাত্রা চলছে তো চলছেই। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়ে বলিউড ইতিহাসেই ধরাছোঁয়ার বাইরে গিয়ে আলাদা জায়গা করে নিচ্ছে সিনেমাটি।

'পাঠান' সিনেমা

সেই ধারাবাহিকতার বুধবার (১৫ ফেব্রুয়ারি) অর্থাৎ মুক্তির ২১তম দিনে এসে নতুন ইতিহাস গড়ল “পাঠান”। বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সিনেমা হিসেবে ভারত থেকে ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছে স্পাই থ্রিলার ঘরানার চলচ্চিত্রটি। বলিউডের সিনেমা ও বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত “দঙ্গল”কে হটিয়ে অনেক আগেই ভারত থেকে সর্বোচ্চ আয় করা বলিউড সিনেমার রেকর্ড নিজের দখলে নিয়েছে “পাঠান” সিনেমাটি। সেই সঙ্গে বলিউড ইতিহাসের প্রথম সিনেমা হিসেবে ৪০০ কোটি রুপি আয় করার রেকর্ড গড়ে “পাঠান”।

বলিউড এবং ভারতীয় চলচ্চিত্রের বিগত বহু রেকর্ড গুড়িয়ে দেওয়া “পাঠান”র চোখ এখন ভারত থেকে সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হওয়ার দিকে। ২০১৭ সালে প্যান ইন্ডিয়ান “বাহুবালি ২”র হিন্দি সংস্করণের আয় ছিল ৫১১ কোটি রুপি। যেভাবে সব এগোচ্ছে, তাতে এ রেকর্ডও “পাঠান”র দখলে আসার ভালো সম্ভাবনা রয়েছে।

https://www.facebook.com/sumitkadelofficial/posts/774511864034611

ইতোমধ্যে বিশ্বব্যাপী “পাঠান”র সিনেমাটির আয় হয়েছে ৯৫০ কোটি রুপির বেশি। ফলে শুধু বলিউড বা হিন্দি সিনেমাই না, “পাঠান”র কাছে বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপি আয়কারী চলচ্চিত্র হওয়ারও সম্ভাবনা রয়েছে। যদি সত্যিই তা সম্ভব হয়, তাহলে ভারতের পঞ্চম এবং বলিউডের দ্বিতীয় সিনেমা হিসেবে এ কীর্তি গড়বে “পাঠান”। এর আগে ভারতের যেসব চলচ্চিত্র এ মাইলফলক ছুঁয়েছে, সেগুলো হলো- আমির খানের “দঙ্গল”, প্রভাসের “বাহুবালি ২”, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির “আরআরআর” এবং যশের “কেজিএফ ২”।

‘পুষ্পা-২’ থেকে নিজেকে সরিয়ে নিলেন সামান্থা