আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণসাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার ডুবির একটি বিশ্বাসযোগ্য ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে বলে বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই জাহাজ ডুবির ঘটনার দুটি স্থিরচিত্র নেটমাধ্যমে ছড়িয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ওই ভিডিও ছড়িয়ে পড়ে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসি জানায়, ওই ভিডিও ও ছবি দুটি মস্কভার আকৃতির সঙ্গে মিলে যায়।
ভিডিও ও ছবি দুটি উদ্ধাকারী জাহাজ থেকে ধারণ করা হয়েছে বলে মনে হচ্ছে। তিন সেকেন্ডের ভিডিওতে মস্কভাকে এক দিকে হেলে পড়তে দেখা গেছে। জাহাজটি থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। এছাড়া জাহাজের সামনের অংশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ওই ভিডিওতে দেখা গেছে।
Russian Black Sea Fleet Prj. 712 sea rescue tug Shakhter (SB-922) alongside the Moskva pic.twitter.com/9LIkERQxLY
— OSINTtechnical (@Osinttechnical) April 18, 2022
জাহাজটির সব লাইফবোটও পানিতে নামিয়ে দেওয়া হয়ে বলেই ভিডিও দেখে মনে হচ্ছে।
ওই জাহাজ ডুবি নিয়ে দুই রকম দাবি করেছে কিয়েভ আর মস্কো।
কিয়েভের দাবি, যুদ্ধজাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। মিসাইল হামলায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দেশটি। কৃষ্ণসাগরে অবস্থিত জাহাজটিতে বুধবার হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের ওডেসার গভর্নর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।