যে কারণে নেদারল্যান্ডসের শিশুরা সুখী!

নেদারল্যান্ডসের শিশুরা

লাইফস্টাইল ডেস্ক : ইউনিসেফের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, বিশ্বের অনেক দেশের চেয়ে নেদারল্যান্ডসের শিশুরা সব দিক দিয়ে সুখী। এর কিছু কারণ জানানো হয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে।

নেদারল্যান্ডসের শিশুরা

আত্মনির্ভরশীলতা: নেদারল্যান্ডসে শিশুদের ব্যক্তি স্বাধীনতা, আত্মনির্ভরশীলতার উপর গুরুত্ব দেওয়া হয়।
স্কুল পদ্ধতি: অন্যান্য দেশের চেয়ে নেদারল্যান্ডসে স্কুল পদ্ধতি অনেক বেশি শিথিল।

স্কুল অগ্রাধিকার: স্কুলে শিশুরা খেলাধূলা করে, সামাজিক যোগাযোগ দক্ষতা বাড়াতে শেখে এবং নিজেদের অগ্রাধিকার খুঁজে বের করে।

কোনো হোমওয়ার্ক নেই: প্রাইমারী স্কুল শেষ না হওয়া পর্যন্ত শিশুদের কোনো হোমওয়ার্ক দেওয়া হয় না।

গুণমান সম্পন্ন পড়াশোনা: নেদারল্যান্ডসে পড়াশোনার ক্ষেত্রে একাডেমিক, সামাজিক দক্ষতার পাশাপাশি আবেগজনিত দক্ষতার গুরুত্ব দেওয়া হয়।

সাইক্লিংয়ে গুরুত্বরোপ : সাইকেল চালানোর অবকাঠামো শিশুদের সুখী করে তোলে। সাইকেল চালানো শিশুদের আত্মনির্ভরশীল করে তোলে। পাশাপাশি তাদের উৎপাদনশীলতা বাড়ায় এবং স্বাস্থ্য ভালো রাখে।

প্যারেন্টিং পদ্ধতি: বাবা-মায়েরা শিশুদের সাথে এমন আচরণ করেন যাতে তারা বাবা-মাকে বিশ্বাস করতে পারে। তবে তারা এটাও নিশ্চিত করেন শিশুদের কোন আচরণ ঠিক নয়।

চা নাকি কফি, স্বাস্থ্যের জন্য কোনটা বেশি উপকারী?

কাজেকর্মে ভারসাম্য: দেশটিতে অনেক কর্মজীবী বাবা-মায়েরই কাজের ক্ষেত্রে ছাড় পান। সন্তানের সঙ্গে সময় কাটাতে তারা প্রয়োজনে ছুটি নিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় বুধবার কিংবা শুক্রবার।