আন্তর্জাতিক ডেস্ক : গত ১২ সেপ্টেম্বর লঞ্চ করার পর থেকেই বিশ্বজুড়ে অসংখ্য মানুষের আগ্রহের কেন্দ্রে অ্যাপলের নতুন আইফোন ১৫ সিরিজ। গত ২২ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের জন্য বাজারে এসেছে এই সিরিজের চারটি ফোন। কাঙ্ক্ষিত ফোনটি পেতে বিশ্বজুড়ে অ্যাপল স্টোরগুলোতে লম্বা লাইন দিচ্ছেন গ্রাহকেরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আইফোন ১৫ নিয়ে আগ্রহ দেখিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কও। ফোনটি কেনার আগ্রহের কারণও ব্যাখ্যা করেছেন টেসলা ও এক্স প্রধান।
নিজের সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) আইফোন ১৫ কিনবেন জানিয়ে মাস্ক বলেন, ‘আইফোনের ছবি ও ভিডিওর গুণগত মান অবিশ্বাস্য’। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এক্সে বিশ্বখ্যাত ফটোগ্রাফার স্টিফেন উইলকস ও রিউবেন উয়ুর সাথে নতুন আইফোনে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। ওই ছবিগুলো শেয়ার করেই মাস্ক আইফোন ১৫ সিরিজের প্রশংসা করেন।
অ্যাপল প্রধান টিম কুকের আইফোন ১৫ লঞ্চের মুহূর্তের কয়েকটি ছবির আরেকটি পোস্ট শেয়ার করে ইলন মাস্ক লেখেন, ‘আমিও একটা কিনছি’।
ধনকুবের মাস্কের দুটি পোস্টই দারুণ সাড়া ফেলেছে। ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন অনুসারীরা। অনেকে জানতে চাইছেন, কোন রঙের ফোন কিনবেন মাস্ক। আবার কেউ কেউ লিখেছেন, মাস্ক কি মোটে একটা আইফোন কিনবেন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।