যে কারণে শাহরুখের সঙ্গে ছবি করতে রাজি হননি রাবিনা

রাবিনা ট্যান্ডন শাহরুখ

বিনোদন ডেস্ক : ছবি নিয়ে সমস্ত কথা হয়ে গিয়েছিল। কিন্তু, শেষ মুহূর্তে পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। শাহরুখ খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু ছবিতে তাকে যে ধরনের পোশাক পরতে বলা হয়েছিল, তা মোটেই পছন্দ হয়নি অভিনেত্রীর। তাই ছবিটি না করারই সিদ্ধান্ত নিয়েছিলেন রাবিনা ট্যান্ডন।

রাবিনা ট্যান্ডন শাহরুখ

রাবিনা সাক্ষাৎকারে বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে সেই ছবিটি ছিল। ছবির চুক্তিতে প্রায় সই করেই ফেলেছিলাম। কিন্তু সমস্যা তৈরি হয় পোশাক নিয়ে আলোচনার দিন। সত্যিই খুব অদ্ভুত ধরনের পোশাক ছিল। এই ধরনের পোশাক পরতে আমি স্বচ্ছন্দ বোধ করতাম না।’

রাবিনা জানিয়েছিলেন, ‘সেই পোশাক অতিরিক্ত খোলামেলা ছিল। তাই সরাসরি ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি।’

রাবিনা ছবিতে কাজ করছেন না শুনে শাহরুখ বলেছিলেন, ‘তুমি কি পাগল হয়ে গিয়েছ? এখন কেন ছবি থেকে বেরিয়ে যাচ্ছ?’ রাবিনা জানান, ‘এই ছবির কাজ শুরুর আগে শাহরুখের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করেছিল। অভিনেত্রী বলেছিলেন, ‘শাহরুখ খুবই আন্তরিক, ভদ্র এবং মজা করতে জানেন। আমি ওকে বলেছিলাম, এই পোশাক আমি পড়তে পারব না। এমন পোশাক পরতেই খুব অদ্ভুত লাগবে আমার।’

প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে সোহিনী-সায়ন্তনীর আইনি নোটিশ

এর আগে আরো একটি ছবি থেকে বেরিয়ে গিয়েছিলেন রাবিনা। শাহরুখের ক্যারিয়ারের অন্যতম ছবি ‘ডর’। জুহি চাওলা অভিনীত চরিত্রটির প্রস্তাব পেয়েছিলেন রাবিনা। এর পরে ১৯৯৫ সালে ‘জমানা দিওয়ানা’ ছবিতে শাহরুখ ও রাবিনা একসঙ্গে অভিনয় করেছিলেন।