বিনোদন ডেস্ক : ভারতের বেনারস ও এলাহাবাদে ‘দরদ’-এর শুটিং শুরুর কথা ছিল ২০ অক্টোবর থেকে। ১৫ অক্টোবর মুম্বাইতে গিয়ে শুটিংয়ের প্রথম দিনেই শাকিব খানের অংশ নেওয়ার কথা থাকলেও তিনিসহ ১৪জনের ভিসা আটকে ছিল। তবে রোববার রাতেই সবাই ভিসা হাতে পেয়েছেন শাকিব খান। আগামীকাল সকালের একটি ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছেন শাকি খানের।
এরপর সেখানে পৌঁছে ফটোশুট, লুক সেট ও স্ক্রিপ্ট রিডিং সেশন করবেন ঢাকাই সিনেমার এই নায়ক। ‘দরদ’ ছবির বাংলাদেশি পরিচালক অনন্য মামুন দুই সপ্তাহ ধরে ভারতের মুম্বাইয়ে আছেন। সমকালকে তিনি জানান, ‘শুটিং শুরু আগামী ২৭ অক্টোবর হলেও শুটিংয়ের যাবতীয় কাজ শুরু হয়েছে আরও আগে। আগামী ২৭ অক্টোবর থেকে বারানসি ও এলাহাবাদের বিভিন্ন লোকেশনে টানা শুটিং হলে শেষ করে দেশে ফিরব।’
এ ছবিতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়াও বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবসহ একঝাঁক শিল্পী কাজ করছেন। ছবিটি নিয়ে শাকিব খান বলেন, দরদ দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের দারুণ কিছুর সূচনা হতে যাচ্ছে। শুধু বলি এমন গল্পে আগে কখনও কাজ করা হয়নি। ছবিটি সবশ্রেণীর দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই নির্মাণ করা হবে।
ছবিটির প্রযোজনায় যৌথভাবে আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় ছবিটি মুক্তি পাবে। একযোগে ৩২ দেশে আগামী ২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক ও প্রযোজক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।