যে কারণে বিজয়ের সঙ্গে জুটি বাঁধতে শ্রীলীলার আপত্তি

বিজয় শ্রীলীলা

বিনোদন ডেস্ক : দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসলেও, ২০২১ সালে ‘পেলি সান ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। সিনেমায় রোশান মেকার সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্রীলীলা।

বিজয় শ্রীলীলা

জানা গেছে, সে সময় ৮ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয় ‘পেলি সান ডি’। সিনেমাটি মুক্তির পর ২০ কোটি রুপি করে রীতিমতো বক্স অফিস মাতায়। সিনেমাটির জন্য ৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রীলীলা। তবে কয়েক বছরের ব্যবধানে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন এই নায়িকা। বর্তমানে ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন শ্রীলীলা।

অন্যদিকে বিজয় দেবরকোন্ডাকে নিয়ে নতুন একটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক গৌতম তিনানুরি। যদিও এখনও নাম ঠিক হয়নি সিনেমাটির। আর সেই সিনেমাতেই অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয় শ্রীলালাকে। কিন্তু বিজয়ের সঙ্গে এই সিনেমায় অভিনয় করতে আপত্তি জানিয়েছেন শ্রীলালা। তবে কী কারণে এই প্রস্তাব নাকচ করেছেন, সে বিষয়ে অভিনেত্রী নিজে কিছু জানাননি।

তবে সূত্র হতে জানা গেছে, শ্রীলীলার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। যেগুলোর শিডিউল আগেই দিয়ে রেখেছেন তিনি। এ সিনেমার শুটিং শুরু হতে কিছুটা বিলম্ব হবে। যার কারণে শুটিং শিডিউল দেওয়া কঠিন হয়ে পড়ে।

মূলত এ কারণেই বিজয়ের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন শ্রীলীলা। এরপর শ্রীলীলার পরিবর্তে অন্য কাউকে নেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।

কোনো স্ক্রিপ্টই ভালো লাগছে না : মিম

এ দিকে শ্রীলীলা আপত্তি জানানোর পর গুঞ্জন উঠেছে, এ সিনেমায় শ্রীলীলার পরিবর্তে অভিনয় করবেন রাশমিকা মান্দানা। আর এই সিনেমাটির মাধ্যমেই দীর্ঘ দিন পর জুটি বেঁধে পর্দায় ফিরবেন বিজয়-রাশমিকা। এখন এটাই দেখার পালা, এই গুঞ্জনটি বাস্তবে রূপ নেবে না বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সূত্র : সিয়াসাত ডটকম