স্পোর্টস ডেস্ক : নেপালের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ১৯.৩ ওভারে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। অল্প রানের পুঁজি নিয়ে নেপালকে হারানোর মিশনে ফিল্ডিংয়ে নামে টাইগাররা।
ইনিংসের তৃতীয় ওভারে নেপালের দুই ব্যাটারকে সাজঘরে ফেরান তানজিম। ওই ওভারের শেষ বলটি কোনোমতে মোকাবেলা করেন নেপাল অধিনায়ক রোহিত।
এর পরেই দেখা যায় এক ভিন্ন দৃশ্য। তর্কে জড়ান রোহিত ও তানজিম। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে।
পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান আম্পায়ার স্যাম নোগাসকি ও নন-স্ট্রাইকে থাকা নেপালের আরেক ব্যাটার আসিফ শেখ।
ওই সময় বোঝা যাচ্ছিল না কী নিয়ে তৈরি হয়েছিল এ পরিস্থিতি।
ম্যাচ শেষে সাংবাদিকরা তানজিমের কাছে জানতে চান রোহিতের দিকে তেড়ে যাওয়ার কারণ। এ সময় তানজিম বলেন, ‘এটা পরিকল্পনা করে করিনি। রোহিত আমার দিকে আক্রমণাত্মকভাবে তাকিয়ে ছিল, যেটা পছন্দ করিনি। আমি ওকে বলেছি, তুমি আমার দিকে তাকিয়ে আছ কেন?
ম্যাচে নেপাল অধিনায়কের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বল হাতে আরো আক্রমনাত্বক হন তানজিম। চার ওভারে করেছেন ২১ টি ডটবল। মাত্র ৭ রানে ৪ উইকেট দখল করে হয়েছেন ম্যাচসেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।