জুমবাংলা ডেস্ক : বরগুনার বামনা উপজেলায় ব্লেড দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলেছেন দ্বিতীয় স্ত্রী। রবিবার রাত ১১টার দিকে বামনা উপজেলার সোনাখালী বাজার নামক এলাকায় ভুক্তভোগী ফোরকানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরকীয়ার কারণে স্ত্রী এ ঘটনা ঘটান বলে জানা গেছে।
ফোরকানকে স্বজনরা প্রথমে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভুক্তভোগী ব্যক্তি পেশায় অটোরিকশাচালক। বামনা উপজেলার তালেশ্বর নামক এলাকার আব্দুল হানিফ চৌকিদারের ছেলে ফোরকান।
জানা যায়, ফোরকানের দ্বিতীয় স্ত্রী তার স্বামীকে পরকীয়া প্রেমে জড়িত সন্দেহে বেশ কিছুদিন যাবত স্বামীর সঙ্গে ঝগড়াঝাঁটি করে। স্বামীকে পরকীয়া থেকে কোনোক্রমেই ফেরাতে পারেন না। অবশেষে রবিবার রাত ১১টার দিকে মো. ফোরকানের ভাড়া বাসার নিজ কক্ষে দ্বিতীয় স্ত্রী ব্লেড দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেয়।
ফোরকান চিৎকার করলে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফোরকানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ফোরকানের দ্বিতীয় স্ত্রী সাংবাদিকদের বলেন, ফোরকান আমাকে প্রেম করে বিয়ে করে। আবার তিনি পরকীয়ায় জড়ান। আমার কোনো খোঁজখবর রাখেন না। আমি তাকে শিক্ষা দিতে চেয়েছি। মারাত্মক কিছু হবে তা বুঝতে পারিনি।
প্রকাশ্যে এলো শূন্য থেকে শিখরে ওঠা নায়িকার অন্ধকার অতীতের গল্প ‘পয়জন’
বামনা থানার ওসি কিশোর কুমার মণ্ডল বলেন, এ ঘটনা শুনেছি। আহত ফোরকান এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।