জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের মতি সাহেবের বাঁশঘাট এলাকায় রাস্তার পাশেই তিন যুগেরও বেশি সময় ধরে চলে আসছে ১ ঘণ্টার মাছের বাজার।
যমুনা নদীর বড় বড় সুস্বাদু মাছের জন্য অনেকটায় খ্যাতি রয়েছে এই জেলাটির। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই যমুনা নদী থেকে মাছ নিয়ে আসতে শুরু করেন জেলেরা। আর ভোরের আলো ফুটতেই ক্রেতাদের হাঁকডাকে শুরু হয় মাছের নিলাম।
যমুনা নদীর পারে নির্দিষ্ট কোনো মৎস্য আড়ত না থাকায় এখানে নদীর বোয়াল, চিতল, আইড়, চিংড়ি, ট্যাংরা, গুলশা, গোচই, বাইলা, পুঁটিসহ নানা রকমের ছোট মাছ নিয়ে ভোর থেকেই হাঁক-ডাকে মুখরিত হয়ে উঠে মাছের এই বাজার।
ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, পাবনা নাটোরসহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে মাছ কিনতে ভিড় করেন খুচরা ক্রেতা পাইকাররাসহ হোটেল ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এছাড়াও চাকরিজীবীরাও মাছ কিনতে আসেন এই বাজারে।
মাছ কিনতে আসা সাইফুল ইসলাম নামে ক্রেতা বলেন, এই বাজারটি খুব অল্প সময়ের জন্য হয়। মাত্র এক ঘণ্টা বাজার বসে কিন্তু এই বাজার বসার আগেই বিভিন্ন ধরনের ক্রেতা দূর-দূরান্ত থেকে এ বাজারে এসে উপস্থিত হন। নদীর তাজা ফ্রেশ মাছ কিনতে এই বাজারে আসা।
তবে যমুনা নদীর মাছ হওয়ায় এই বাজারে মাছের দাম তুলনামূলক বেশি হলেও বিভিন্ন ধরনের তাজা ও টাটকা মাছ নিজ দেখেশুনে কিনতে আসেন দূর-দূরান্ত থেকে অনেক ক্রেতারা।
প্রতিদিন এই মাছের বাজারে বেচা বিক্রি চলে সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত। গড়ে বিভিন্ন প্রকারভেদে এই বাজারে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার মাছ বিক্রি হয়।
তবে মাছ ব্যবসায়ী নেতারা বলেন, যদি সরকারিভাবে জেলেদের প্রণোদনাসহ প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তবে এসব বাজারে মাছের আমদানি আরো বাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।