জুমবাংলা ডেস্ক : বিশিষ্ট শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, যন্ত্র ও মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে চিন্তা করার ক্ষমতা বা ইমাজিনেশন। যন্ত্রের চিন্তা করার ক্ষমতা নেই; কিন্তু মানুষের আছে। রোবট দুনিয়ার সবকিছু জানে; কিন্তু চিন্তা করতে পারে না। সেই চিন্তা করার ক্ষমতাটাকে বাঁচিয়ে রাখতে হবে। চিন্তাশক্তিকে বাঁচিয়ে রাখতে সহজ ও গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে বই পড়া। নতুন চিন্তা করার শক্তি অর্জন করা।
মঙ্গলবার রাজধানীর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা পরীক্ষানির্ভর। সবাই পরীক্ষায় ভালো ফল করার চিন্তায় থাকে। অথচ পরীক্ষা ভালো হওয়ার সঙ্গে প্রকৃত ভালোর কোনো সম্পর্ক নেই। পরিবর্তন আসছে। আশা করি, পাঁচ বছরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। সামনে যে দিন আসছে, তা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুগ।
ডিএমপি কমিশনার বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থায় বেশির ভাগ শিক্ষার্থীর উদ্দেশ্য থাকে বড় হয়ে একটি ভালো চাকরি করবে। তারা চাকরিকেন্দ্রিক শিক্ষাব্যবস্থার প্রতি ঝুঁকে থাকে। কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ববোধ অর্জন করা, সংরক্ষণ করা ও জীবনে তা প্রতিফলিত করা।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটেগরিতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২২-এর আওতায় ৩১৭ জন ও ডিএমপি শিক্ষাবৃত্তি ২০২৩-এর আওতায় ৮১৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এ সময় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন (অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত)। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।