বিনোদন ডেস্ক : মুক্তির পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ‘পুষ্পা ২’ সিনেমাকে ঘিরে। এবার ঘটল আরেক ঘটনা যা দেখে হতবাক সেখানে উপস্থিত থাকা দর্শকরাও। এই ঘটনার রোমাঞ্চ কোনও সিনেমা থেকে কম নয়। রাতে নাগপুরের এক মাল্টিপ্লক্সে ‘পুষ্পা ২’- দেখতে গিয়ে ১০ মাস পর পুলিশের হাতে ধরা পড়ে এক আসামি! যাকে ধরতে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ।
অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে দুটি খুনসহ ২৭টি অপরাধের অভিযোগ রয়েছে। এর আগেও তাকে বহুবার ধরার চেষ্টা করছে পুলিশ।, তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য অভিনেতা আল্লুর স্টাইলই ফলো করত আসামী। আর তাই এবার তার চালেই তাকে কাবু করল পুলিশ, তাকে ধরতে ফাঁদ হিসেবে বেছে নিল ‘পুষ্পা ২’ চলতে থাকা সিনেমা হল।
পুলিশ তার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর জোগার করে। আসল ঘটনা ঘটে সিনেমা হলে। পুলিশ প্রথমে তার গাড়ির টায়ার পাঞ্চার করে দেয়। তারপর পুলিশ হলের বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে হলটা ঘিরে নেয়। সুযোগ বুঝে ঠিক ক্লাইম্যাক্সের সময় ধরে ফেলে অভিযুক্তকে।
প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ সিনেমাটি নিয়ে একদিকে যেমন মানুষের মধ্যে হৈচৈ দেখা গেছে তেমন অন্যদিকে একের পর এক সমস্যার সম্মুখীন হয়েছেন আল্লু অর্জুন। সিনেমা মুক্তি ঠিক আগের দিন ৪ ডিসেম্বর তেলেঙ্গানায় দর্শকদের চাপে পড়ে এক মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত হয় ওই মহিলার একমাত্র ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।