বিনোদন ডেস্ক : ভিভিয়ান ডিসেনা হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। ভিভিয়ান অভিনীত ‘প্যায়ার কি ইয়ে এক কাহানি’ একসময় ছিল আট থেকে আশির ক্রাশ। বেশ কয়েক বছর আগেই নিজের ধর্ম বদলেছেন অভিনেতা। ২০১৯ সালের রমজান মাসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
২০২৩ সালে নিজের ধর্ম পরিবর্তনের কথা সামনে এনেছিলেন ভিভিয়ান ডিসেনা। খ্রিস্টান ধর্ম ছেড়ে তিনি গ্রহণ করেছিলেন ইসলাম। এক বছর আগে, নিজের জীবনে আসা এই বড় পরিবর্তন সামনে আনেন তিনি। আর এবার তাকে বলতে শোনা গেল রমজান পালনের কথা।
তিনি বলেন, ‘আমি রমজানের সময়ই ইসলাম গ্রহণ করেছি। এই কারণটা রমজানকে আমার হৃদয়ের খুব কাছাকাছি করে দিয়েছে। এ বছর আমার ষষ্ঠ রমজান এবং আল্লাহর রহমতে আমি প্রতি বছর রোজা রাখছি। পুরো রমজান মাস রোজা রাখা আমাদের জন্য বাধ্যতামূলক কারণ এটি ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের মধ্যে একটি, তাই আমি অবশ্যই ৩০ দিন পালন করি যদি না এমন কোনও অজুহাত থাকে যা আমাকে রোজা ভঙ্গ করার অনুমতি দেয়, যেমন অসুস্থতা।’
ভিভিয়ান বলেন, ‘আমি অস্বীকার করছি না প্রথম দিকে রোজা রাখার বিষয়ে আমি খুব চিন্তিত ছিলাম, কারণ পানি আর কফির জন্য। এমনকী আমার পরিবার এবং বন্ধুরাও ভাবতে থাকে যে আমি কীভাবে ১৩ বা ১৪ ঘন্টা পানি বা ক্যাফেইন ছাড়া থাকতে পারি।
ভিভিয়ান ও নুরান আলির বিয়ের খবরও সামনে আসে ২০২৩ সালে। সে প্রসঙ্গ টেনেই ভিভিয়ান জানিয়েছেন, তিনি বাহরাইনে তার পরিবারের সঙ্গে রমজান কাটানোর চেষ্টা করেন।
এই সময় কোন ধরনের খাবার পছন্দ করেন অভিনেতা? তিনি জানালেন, ‘আমি সব ধরণের খাবার পছন্দ করি, বিশেষত বাড়িতে রান্না করা খাবার এবং মিষ্টি। আমি স্রষ্টাকে ধন্যবাদ দিতে চাই কারণ আমি এমন একটি পরিবার এবং স্ত্রী পেয়েছি যিনি রমজানের প্রতিটি দিনকে খাদ্য উৎসবে পরিণত করেছেন। তাই আমি বিভিন্ন খাবারের স্বাদ এবং অভিজ্ঞতা অর্জন করতে পারি। আর যদি নির্দিষ্ট কোনওকিছু বেছে নিতেই হয়, তাহলে বলব বাসবুসা এবং কুনাফা।
২০১৯ সালে রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানিয়েছিলেন ভিভিয়ান নিজেই। সঙ্গে জানিয়েছিলেন, রোজ পাঁচওয়াক্ত নমাজ তার মনকে শান্ত করে। মিশরীয় সাংবাদিক নওরান আলিকে বিয়ে করেছেন ভিভিয়ান। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।