চতুর্থ বিয়ের ঘোষণা অভিনেতার, ক্ষেপে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন তৃতীয় স্ত্রী!

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নরেশ বাবু। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি খবরের শিরোনাম হয়েছেন। সম্প্রতি ফের একবার আলোচনায় আসলেন তিনি। এবারও নতুন কোনো সিনেমার খবর নয় বরং এবারও আলোচনার বিষয় তার বৈবাহিক জীবন। ব্যক্তিগত জীবনে তিনি তিনটি বিয়ে করেছেন। এর আগে দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। তৃতীয় স্ত্রী রামায়ার সঙ্গে বিচ্ছেদ হয়নি; তবে দীর্ঘ দিন ধরে আলাদা থাকছেন তারা।

জানা যায়, কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন নরেশ বাবু। এতেই বেধেছে বিপত্তি। কয়েক মাস আগে গুঞ্জন উঠেছিল, গোপনে বিয়েও করেছেন তারা। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে তখন দাবি করেন তারা উভয়ই। তবে চলতি বছরের শুরুতে অভিনেত্রী পবিত্রা লোকেশকে খুব শিগগির বিয়ের ঘোষণা দেন নরেশ বাবু। এ নিয়ে যখন জল্পনা-কল্পনা চলছে ঠিক তখনই এলো নতুন খবর। নরেশ বাবু নিজেই জানালেন, তৃতীয় স্ত্রী রামায়া তাকে হত্যার হুমকি দিয়েছেন।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানায়, তৃতীয় স্ত্রীর সঙ্গে বিয়েবিচ্ছেদের বিষয়ে আদালতে গিয়েছিলেন নরেশ। এ সময় তিনি জানান, রামায়া তাকে হত্যার হুমকি দিয়েছে, তার জীবন সংশয় রয়েছে। এ জন্য আদালতের কাছে নরেশ আর্জি জানান, দ্রুত সময়ের মধ্যে যেন তাদের বিয়েবিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মোটা অঙ্কের অর্থ দাবি করেছেন নরেশ বাবুর বর্তমান স্ত্রী রামায়া। তা উল্লেখ করে নরেশ বাবু বলেন— ‘রামায়া আমার কাছে ১০ কোটি রুপি দাবি করেছে। তা না দিলে আমাকে খুন করবে বলে হুমকি দিয়েছে।’

তৃতীয় সংসারের ইতি টেনে নতুন সংসার বাঁধতে চান নরেশ বাবু। কিন্তু রামায়া বিয়েবিচ্ছেদ চান না। এর আগে রামায়া বলেছিলেন— ‘আমার স্বামীকে আমি ডিভোর্স দিতে চাই না। কৃষ্ণার (শ্বশুর) সম্মানহানির কথা ভেবে এতদিন আমি চুপ ছিলাম। সবসময়ই অন্য নারীর সঙ্গে সম্পর্কে থাকতে নরেশ। আর যখনই বিষয়টি ধরে মুখোমুখি হতাম, তখনই নরেশ আমার পা ধরে মাফ চাইতো। আমার শাশুড়ি নির্মলা এসব তথ্য জানেন। তিনি অনেকবার নরেশকে সতর্ক করেছেন।’

অনেক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পবিত্রা লোকেশ ও নরেশ বাবু। তাদের অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আন্টি সুন্দরানিকি’। তেলেগু ভাষার এ সিনেমা গত ১০ জুন মুক্তি পায়। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেন নানি।

দীর্ঘ তিন দশকের অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন পবিত্রা লোকেশ। ব্যক্তিগত জীবনে সুচেন্দ্র প্রসাদের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। এ সংসারে তার দুটি সন্তান রয়েছে। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

প্রসঙ্গত, দক্ষিণের প্রবীণ অভিনেতা কৃষ্ণের ছেলে এবং সুপারস্টার মহেশ বাবুর ভাই নরেশ বাবু। বেশ কিছুদিন ধরেই তিনি বেশ চর্চিত। তার ব্যক্তিজীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ জলঘোলা হচ্ছে। অভিনেতার দাবি, সব ভুয়া। তার স্ত্রী রম্যা এসব গুজব ছড়াচ্ছে।

সূত্র : টলিউড ডটনেট

সানিয়া মির্জা ও কাজলের ট্যুইট চালাচালি ভাইরাল