কথা বলা বন্ধ অভিনেত্রীর, চিরতরে হারাতে পারেন কণ্ঠস্বর!

অভিনেত্রী লতা সাবেরওয়াল

বিনোদন ডেস্ক : মারাত্মক গলার অসুখে ভুগছেন হিন্দি টিভি সিরিয়াল ও বলিউড অভিনেত্রী লতা সাবেরওয়াল। তার ভোকাল বক্সে নোডিউল ধরা পড়েছে। আপাতত কথা বলা বন্ধ রয়েছে এই অভিনেত্রীর।

জানা গেছে, স্বরনালির মাঝখানে পানি জমে ফুলে ভোকাল নোডিউল তৈরি হয়। সাধারণত যারা স্বরনালীর বেশি ব্যবহার করেন (কণ্ঠশিল্পী, ভয়েস আর্টিস্ট, হকার) তাদের এই রোগ হওয়ার সম্ভবনা বেশি থাকে।

ইনস্টাগ্রামে লতা জানিয়েছেন, ‘ডাক্তার দেখিয়েছি। এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এক সপ্তাহ কণ্ঠস্বর পূর্ণ বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন ডাক্তার।’

তিনি যোগ করেন, ‘এই অসুখটি খুবই মারাত্মক। যত্ন না নিলে সারাজীবনের জন্য কণ্ঠস্বর হারাতে পারি।’

এদিকে লতার অসুখের কথা শুনে চিন্তিত অনুরাগীরা। তাদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ছোট পর্দার পাশাপাশি বেশ কিছু বলিউড সিনেমায় অভিনয় করেছেন লতা সাবেরওয়াল। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘ইশ্‌ক ভিশ্‌ক’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘ভুল ভুলাইয়া টু’ ইত্যাদি।

সূত্র: হিন্দুস্তান টাইমস