বিনোদন ডেস্ক : একটা সময় মন ফাগুন ধারাবাহিকে কাজ করে ছোট পর্দার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন সৃজলা গুহ। শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রিয়দর্শিনীর ভূমিকায় অভিনয় করে প্রতিটি দর্শকের দিল জিতে নিয়েছিলেন। মন ফাগুনের পর হরগৌরী পাইস হোটেল ছোট চরিত্রে দেখা গিয়েছিল। এরপর অবশ্য আর কোনও সিরিয়ালে তাঁর দেখা মেলেনি। তবে ওয়েব সিরিজ পিকাসোতে কাজ করেছেন সৃজলা। এবার ছোট পর্দার পিহুর ক্যামেরার সামনে উদ্দাম রোম্যান্স ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রোহনের সঙ্গে ব্রেক আপ। মন ফাগুনের সহ অভিনেতা শন ভট্টাচার্যের সঙ্গে প্রেমচর্চাও হয়েছে। তবে সে সব এখন অতীত। জানের সঙ্গে উত্তাল রোম্যান্সে মজে সৃজলা। তাহলে কী টেলি অভিনেত্রীর জীবনে নতুন প্রেমের বসন্ত?
না, একটি রোম্যান্টিক মিউজিক ভিডিয়ো মন-এ জান কুমার শানুর সঙ্গে জুটি বেঁধেছেন সৃজলা। সেখানেই রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন যুগলে। বাথটবের রোম্যান্স থেকে পাতলা ফিনফিনে শাড়িতে জানের বাহুলগ্না সৃজলা। রোম্যান্টিক গানে শীতের আমেজে যুগলের রোম্যান্স আগুন ধরাল সোশ্যালে। জানের সঙ্গে সৃজলার অন স্ক্রিন কেমেস্ট্রি মন জিতে নিয়েছে দর্শকের। মিউজিক অ্যালবামের লঞ্চিং অনুষ্ঠানে হাজির ছিলেন দুজনেই। সুরিন্দর ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছে জান-সৃজলা জুটির মিউজিক অ্যালবাম মন। কমেন্ট বক্সে নেটিজেনরা এই গানের তারিফ করেছেন।
না, একটি রোম্যান্টিক মিউজিক ভিডিয়ো মন-এ জান কুমার শানুর সঙ্গে জুটি বেঁধেছেন সৃজলা। সেখানেই রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন যুগলে। বাথটবের রোম্যান্স থেকে পাতলা ফিনফিনে শাড়িতে জানের বাহুলগ্না সৃজলা। রোম্যান্টিক গানে শীতের আমেজে যুগলের রোম্যান্স আগুন ধরাল সোশ্যালে। জানের সঙ্গে সৃজলার অন স্ক্রিন কেমেস্ট্রি মন জিতে নিয়েছে দর্শকের। মিউজিক অ্যালবামের লঞ্চিং অনুষ্ঠানে হাজির ছিলেন দুজনেই। সুরিন্দর ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছে জান-সৃজলা জুটির মিউজিক অ্যালবাম মন। কমেন্ট বক্সে নেটিজেনরা এই গানের তারিফ করেছেন।
কানাঘুষো শোনা যেত, শ্যুটিং করতে করতেই তাঁরা একে অপরের অনেকটা কাছাকাছি চলে এসেছিলেন। সেই জন্যই সৃজলার সঙ্গে রোহনেরও সম্পর্কের বিচ্ছেদ ঘটে বলে গুঞ্জন রটেছিল। তবে এই প্রসঙ্গে রোহন জানিয়েছিলেন, তাঁদের মধ্যে ব্যক্তিগতস্তরে বেশ কিছু সমস্যা ছিল। তাই দুজনের পথ আলাদা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সৃজলা। অভিনেত্রীর ইনস্টায় চোখ রাখলে দেখা যায় তাঁর ‘আগুন’ ফটোশ্যুটের একাধিক নজির। বোল্ড আন্দাজে সোশ্যালে উত্তাপের পারদ চড়ান সৃজলা। কখনও এক টুকরো কাপড়ে লজ্জা নিবারণ করেন তো কখনও আবার খোলামেলা পোশাকে তাঁর বোল্ড অদায় ঘায়েল হয় নেটপাড়া। সৃজলা একজন ভালো নৃত্যশিল্পী। নাচের বিভিন্ন ভিডিয়োও শেয়ার করেন সোশ্যালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।