ছোট্ট ব্যাকলেস চোলিতে লাস্যময়ী মনামী, নেটিজেনদের ঘুম কেড়ে নিলেন এই অভিনেত্রী

monami

বিনোদন ডেস্ক : টলিপাড়ার যে সুন্দরীদের চিরতরুণ লাবণ্য নিয়ে বারবার আলোচনা হয়, তাঁদের মধ্য়ে অন্যতম হলেন মনামী ঘোষ। তাই তো তাঁর সৌন্দর্য দেখে প্রেমে পড়েন সকলেই। এমনকী সুন্দরী তরুণীদের গ্ল্যামারও তাঁর সামনে ফিকে হয়ে যায়। সেই সঙ্গে মনামীর ফ্য়াশন স্টেটমেন্টও সকলকে মুগ্ধ করে বৈকি!

monami

মনামীর এই লহেঙ্গা সেটটি চমৎকার দেখতে ছিল। মনোক্রম্যাটিক এই সেটে দেওয়া হয়েছিল একটি ব্রালেট এবং একটি স্কার্ট। আর অরগ্যাঞ্জা দোপাট্টা এই লুকটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। আর এসবের মেলবন্ধনে মনামীকে যে সত্যিই সুন্দর দেখতে লাগছিল, সে কথা তো বলাই বাহুল্য!

অভিনেত্রীর ব্রালেটটি ছিল দেখার মতো। ডিপ নেক সুইটহার্ট নেকলাইনের ব্রালেটের স্ট্র্যাপি স্লিভ লুকটিকে আরও ‘বোল্ড’ করেছিল। এদিকে এটির ব্যাক ডিটেলিংও ছিল দেখার মতো। অভিনেত্রীও সে কথা খুব ভালোভাবেই জানতেন, তাই তো তিনি পোজ দেওয়ার সময়ে আকর্ষণীয় ব্যাকলেস প্যাটার্ন ফ্লন্ট করতে ভোলেননি।

ব্রালেটের উপরে ফ্লোরাল এমব্রয়ডারি মোটিফ ছিল দেখার মতো। ছোট ছোট ফুলে সেজে উঠেছিল অভিনেত্রীর চমৎকার ব্রালেটটি। আর তার সঙ্গে মানানসই লহেঙ্গা স্কার্টও ছিল দেখার মতো, যেটির ড্রামাটিক ঘের মনামীর লুকটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল।

লহেঙ্গার উপরে অপরূপ কারুকার্য করা হয়েছিল। এমব্রয়ডারি ওয়ার্ক, কাটদানা ওয়ার্ক এবং সিকুইনস এমবেলিশমেন্ট লুকে দিয়েছিল ব্লিং এফেক্ট!

এদিকে লহেঙ্গার উপরে ফ্লোরাল এমব্রয়ডারিও করা হয়েছিল। আর মনামী এই লহেঙ্গা সেটের সঙ্গে যে ওড়নাটি স্টাইল করেছিলেন, তাতেও সেই একই ফ্লোরাল মোটিফ ফুটিয়ে তোলা হয়েছিল।

কানে ‘গোলাপি রানি’ হয়ে মুগ্ধতা ছড়ালেন উর্বশী

এই লুকে মনামীর জুয়েলারি এবং মেকআপও ছিল দেখার মতো। চোখের উইংড আই লাইনার এবং গ্লসি লিপস দেখে মুগ্ধ হয়েছিলেন বিউটি এক্সপার্টরা। এদিকে মনামীর খোলা চুলের ঢেউয়ে মন হারিয়েছিলেন ফ্যানেরা।