বিনোদন ডেস্ক : গতকাল থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, হায়দরাবাদের বাঞ্জারা হিলস-এর রাস্তায় গাড়ি থেকে নেমে এক ট্র্যাফিক পুলিশের উপর চড়াও হয়েছেন তেলুগু ছবির জনপ্রিয় অভিনেত্রী সৌম্য জানু। এই ভিডিও এক্স হ্যান্ডেলে (টুইটার), ফেসবুকে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় নেটপাড়ায়।
তা ঠিক কী ঘটেছে?
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ২৪ ফেব্রুয়ারি। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রী ট্র্যাফিক আইন ভেঙে গাড়ি নিয়ে ভুল রাস্তায় ঢুকে পড়েছিলেন। পুলিশ তাঁকে আটকাতেই মেজাজ হারান অভিনেত্রী। তার পরই চড়াও হন পুলিশের উপর। এমনকী, ট্র্যাফিক পুলিশের পোশাকও ছিঁড়ে দেন তিনি। আশপাশের লোক অভিনেত্রীকে আটকাতে চাইলে, অভিনেত্রী তাঁদের উপরও চড়াও হন বলে খবর।
Telugu actress Sowmya Janu attacked a traffic home guard after she was stopped by the guard for driving her Jaguar car on the wrong side in Banjara Hills, Hyderabad. In the video she is admitting that she was driving in the wrong direction but still she is defending her action. pic.twitter.com/mvov3dSVMr
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) February 27, 2024
জানা গিয়েছে, তেলুগু ছবির অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।