আইপিএল অভিষেকের আগে ছেলেকে যে পরামর্শ দিয়েছিলেন শচিন

স্পোর্টস ডেস্ক : গত আইপিএলে অভিষেক হয়েছে অর্জুন টেন্ডুলকারের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চার ম্যাচ খেলে ৩টি উইকেটশিকার করেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক ম্যাচের আগে অনুশীলনের সময় ছেলেকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন শচিন টেন্ডুলকার। যা অর্জুনের জন্য বড় পাওয়া ছিল।

সুযোগ পেলেই দেশ-বিদেশের ক্রিকেটাররা শচিনের কাছ থেকে পরামর্শ নেন। ব্যাটার হোক বা বোলার কেউই শচিনের পরামর্শ নেওয়ার সুযোগ হাতছাড়া করেন না। তবে ভারতের সাবেক এই ক্রিকেটারের পরামর্শ সব থেকে বেশি পাওয়ার সুযোগ তার ছেলে অর্জুনেরই। আইপিএলে অভিষেকের আগে শচিন কী বলেছিলেন ছেলেকে?

এ প্রসঙ্গে শচিন বলেন, ‘আমার জন্য যে রকম পরিবেশ তৈরি করতেন বাবা, ঠিক তেমনই তৈরি করার চেষ্টা করেছিলাম অর্জুনের জন্য। অর্জুনকে বলেছিলাম, যখন তুমি নিজের পারফরম্যান্সে খুশি হতে পারবে, তখন ক্রিকেটপ্রেমীরাও তোমার প্রশংসা করবেন। তুমি শুধু নিজের খেলায় মন দাও। বাবাও আমাকে ঠিক একথাই বলতেন।’’

ভক্তদের সুখবর দিলেন আশরাফুল