স্পোর্টস ডেস্ক : এভাবেও ম্যাচ জেতা যায়! ৯১ রানে নেই ৭ উইকেট। আফগান বোলাররা চরমভাবে উজ্জীবিত। নুর আহমদ, রশিদ খান, নাভিন-উল হকদের ঝড়ের সামনে তখন যেন খড়-কুটোর মতো উড়ে যাচ্ছিলো ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া।
সেই স্রোতে ‘গা ভাসিয়েছিলেন’ গ্লেন ম্যাক্সওয়েলও। নুর আহমদের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ফাইন লেগে। সরাসরি বল চলে যায় মুজিব-উর রহমানের হাতে। তালুতে নিয়েও বলটি ফেলে দিলেন মুজিব। হয়ে গেলো ক্যাচ মিস।
ওই এক ক্যাচ মিসেই ম্যাচ মিস করে ফেললো আফগানিস্তান। নিশ্চিত জয়ের ম্যাচটি ফেলে দিলো হাত থেকে। ম্যাক্সওয়েল তখন ছিলেন ৩৩ রানে। অস্ট্রেলিয়ার রান ছিল ১১২। ম্যাচ শেষে দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২০১ রান করেছেন ম্যাক্সওয়েল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হাসমতউল্লাহ শহিদি বলেন, সত্যিই হতাশাজনক। ক্রিকেট মজার খেলা। এটা অবিশ্বাস্য। আমরা ম্যাচে ছিলাম, আমাদের বোলাররা দারুণ বোলিং করেছেন এবং মিসগুলোই আমাদের কষ্ট দিচ্ছে। আমার মনে হয় ক্যাচ মিসটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, কেননা এরপর ম্যাক্সওয়েল আরো ভালো খেলতে থাকেন।
ম্যাক্সওয়েলের প্রশংসা করে শহিদি বলেন, আমরা জানতাম ম্যাক্সওয়েল যেকোনো রকম শট যেকোনো সময় খেলতে পারেন। পুরো কৃতিত্ব তাকেই দিতে হয়। আমাদের বোলাররা ভালো বোলিং করেছেন, কিন্তু তিনি কোনো সুযোগই দেননি। এই দলকে নিয়ে আমি গর্ব করি কিন্তু এভাবে আজ শেষ করতে চাইনি। আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরে আসার চেষ্টা করবো।
মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তুলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেছেন ইব্রাহিম জাদরান। অজিদের হয়ে ৩৯ রানে ২ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড। জবাবে ৭ উইকেট হারিয়ে ৪৬ ওভার ৫ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।