বিনোদন ডেস্ক : প্রায় বছর দুয়েক আগের ঘটনা রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অলৌকিক ঘটনা নিয়ে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছিল। এক মা মৃত সন্তান জন্ম দেন এবং তাকে যখন কবরে দাফন করতে নিয়ে যাওয়া হয় সেসময় শিশুটি চিৎকার দিয়ে ওঠে।- সে সত্য ঘটনা অবলম্বনে এবার ঈদে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কবর’।
সেই সত্য ঘটনাটির অনুপ্রেরণায় নাটকটির গল্প সাজিয়েছেন যোবায়েদ আহসান এবং এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো সাড়া পেয়েছে নাটকটি। দুই দিনে নাটকটি দেখেছে এগারো লাখেরও বেশি মানুষ। মন্তব্য এসেছে প্রায় ১ হাজারের কাছাকাছি! যারাই নাটকটি দেখেছেন তাদের বেশিরভাগ দর্শকই একটি দৃশ্যে কেঁদেছেন!
অন্তত সোশ্যাল হ্যান্ডেলে বিভিন্ন পোষ্ট আর ইউটিউবের মন্তব্য সে কথাই বলছে। শুধু তাই নয়, জানা গেছে সে দৃশ্যটিতে শুটিংয়ের সময় জোভানের অভিনয় দেখে পরিচালকের চোখেও পানি চলে এসেছিল!
নাটকটি দেখে একজন লিখেছেন, নাটকটি দেখে আমার বাচ্চাটার কথা মনে পড়ে গেলো। চোখে পানি ধরে রাখতে পারি নি! আরেকজন লিখেন, আমার দেখা সব থেকে সেরা নাটক। ওরা কিভাবে অভিনয়ের মাধ্যমে এমন বাস্তবতা ফুটিয়ে তোলে! সত্যি খুব অবাক হই, দু-চোখ দিয়ে পানি এখনো গড়িয়ে পড়ছে!
অন্য একজন বলেছেন, এই কাজটা দেখে জাস্ট তব্দ হয়ে গেছি। কি দুর্দান্ত গল্প,একেবারে নতুন গল্প – জোভান ফারিনের অসামান্য অভিনয় আর রিংকুর দুর্দান্ত নির্মাণে জাস্ট মুগ্ধ হয়ে গেছি।
অভিনশিল্পীদের প্রশংসা করে একজন লিখেন, জীবনভিত্তিক গল্প, দুর্দান্ত অভিনয় ও সুন্দর প্রেজেন্টেশনে নাটকটি সবাইকে নাড়া দিয়ে গেল। বিশেষ করে জোভান ও ফারিণ চমৎকার অভিনয়ে মুগ্ধ করেছেন।
দর্শকদের এমন সাড়ায় অভিভূত নির্মাতা রাফাত মজুমদার রিংকু। বলেন, ‘কাজটি সবাই অনেক পছন্দ করেছেন। এটা একদম সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। দর্শকেরা যারা দেখেছেন সবাই পজেটিভ মন্তব্য করছেন। এটাই বেশি ভালো লাগছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।