প্রীতম-ফারিণের রসায়নে মুগ্ধ দর্শক

প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে ‘মিনিস্ট্রি অব লাভ’-এর দ্বিতীয় সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ। ‘লং ডিসট্যান্স রিলেশনশিপ’ এ পরস্পর থেকে হাজারও মাইল দূরে অবস্থানরত প্রেমিক-প্রেমিকার কষ্টের গল্প। দূরত্ব কীভাবে সম্পর্কে ক্লেদ, সন্দেহ, অবিশ্বাস, রাগ, ক্ষোভ, বিচ্ছেদের গল্প নিয়ে ‘কাছের মানুষ দূরে থুইয়া’।

প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ

সিনেমাটি মুক্তির দুদিনেই সামাজিক মাধ্যমগুলোতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মধ্যে। এ বিষয়ে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি দর্শককে নতুন কিছু উপহার দেওয়ার। সিনেমাটা নির্মাণ করতে গিয়ে এটাই মাথায় ছিল। দর্শকদের যে কাজ ভালো লাগছে এটি জেনে খুব আনন্দ লাগছে। ভালোবাসার গল্পে লং ডিসট্যান্স সম্পর্ক নিয়ে আমাদের এখান খুব কম কাজ হয়েছে। তাই ভালোবাসার এই দিকটা নিয়েই কাজ করেছি। প্রথমবার প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ জুটির রসায়ন নিয়েও দর্শক কথা বলছেন। জানাচ্ছেন নিজেদের ভালো লাগার অনুভূতি!

রিল ড্রাগের মতো, একবার নিলে বারবার নিতে হয়: তসলিমা নাসরিন

২ ঘণ্টা ২৪ মিনিটের এই সিনেমায় এই দুজন ছাড়াও অভিনয় করেছেন-রূপন্তী আকিদ, সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, শাহীন শাহনেওয়াজসহ আরও অনেকে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শিহাব শাহীন নিজেই ও সঙ্গে ছিলেন জাহান সুলতানা। সিনেমাটোগ্রাফি করেছেন কামরুল ইসলাম শুভ।