নিশো-তমার ‘সুড়ঙ্গ’ দেখে অস্বস্তিতে দর্শকরা

বিনোদন ডেস্ক : ঈদুল আযহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছোট পর্দার অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জা জুটির প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে নিশোর।

রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্রটি মুক্তির পর দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। অনেকেই ভূয়সী প্রশংসা করছেন। তবে কিছু দৃশ্য ও সংলাপ নিয়ে ক্ষোভও ঝাড়লেন দর্শক।

সিনেমাটির প্রতিটি চরিত্রেরই প্রাণ কেন্দ্র ছিল গল্প। প্রেম, রহস্য, বাস্তবতা আর জীবনের সত্য ঘটনাই ফুটে উঠেছে এতে। সোজা বাংলায় পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা ‘সুড়ঙ্গ’।

প্রেম, বিচ্ছেদ, প্রতিশোধ, হালকা কমিক রিলিফ, রোমান্টিক গানের পাশাপাশি আইটেম গান, নিম্নবিত্ত সমাজ ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গি, ব্যভিচার, আইনশৃঙ্খলা বাহিনী সবকিছুই আছে। প্রথম হাফে রোমান্টিক গল্প মনে হলেও দ্বিতীয় হাফে যেতে যেতে সুড়ঙ্গ একটি পরিপূর্ণ থ্রিলার ও সাসপেন্স সিনেমা হয়ে উঠে।

কিন্তু গল্পের প্রয়োজনে, অথবা দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নির্মাতা যে অশ্লীল দৃশ্য জুড়ে দিয়েছেন তা নিয়ে ক্ষোভ রয়েছে কিছু কিছু দর্শকের। তাদের বক্তব্য, এই অংশগুলো এতটা সময় না নিয়ে দেখালেও সমস্যা হতো না।

সিনেমাটি দেখে নিজের মত প্রকাশ করে এক নারী দর্শক বলেন, ‘বাচ্চাদের সঙ্গে, পরিবারের সঙ্গে দেখার মত সিনেমা এটি না। লজ্জায় শেষ।’

অন্য এক নারী বলেন, ‘এটা কোন সিনেমাই হতে পারে না। পুরোটাই নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ।’

আরেক দর্শক বলেন, ‘সিনেমা দেখে একটা ভালো অনুভূতি নিয়ে বের হওয়ার কথা, অথচ খুব অস্বস্তির মধ্যে আছি।’

অপর এক দর্শক বলেন, ‘আমি আমার বাচ্চাদের নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম। ১৮+ জানলে হয়ত বাচ্চাদের নিতাম না। প্রতি ঈদেই বাংলা কোন না কোন সিনেমা দেখা হয়। ১৮+ কিছু দৃশ্য ছাড়া সিনেমাটা দারুণ বানিয়েছে। নিশোর প্রশংসা করতেই হয়। তমা মির্জা চরিত্রকে পুরো ধারণ করতে পেরেছে। শহীদুজ্জামান সেলিমের অভিনয় নিয়ে নতুন কিছু বলার নেই। মেকিং খুবই ভালো ছিল।’

অন্য এ দর্শক বলেন, ‘পরিচালক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি, সামনের দিনগুলোতে আরও সচেতন হবেন।’

কেউ কেউ আবার এসব বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আখ্যা দিচ্ছেন। তাদের দাবি হলিউড, বলিউড সিনেমায় এমন দৃশ্য দেখলে সমস্যা হয় না কিন্তু বাংলাদেশের সিনেমাতে থাকলেই কিছু মানুষ এমন মন্তব্য করেন।