সাইফকে বিনা ভাড়ায় হাসপাতালে পৌঁছে দেন অটোচালক

বিনোদন ডেস্ক : সম্প্রতি নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। গাড়িপ্রেমী এই বলিউড তারকার গ্যারেজে নানা ব্র্যান্ডের গাড়ি থাকলেও সে সময় তাকে হাসপাতালে যেতে হয় আটোতে। কোটি টাকার মালিক এই সুপারস্টারের কপালে গাড়ি না জোটার বিষয়টি নিয়ে যখন জোর চর্চা, তখন সেই বিভীষিকাময় রাতের শিউরে ওঠা অভিজ্ঞতা শোনালেন সাইফের সেই দুঃসময়ের সারথি সেই অটোচালক। যিনি বলিউডের এই সুপারস্টারকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন বিনা ভাড়ায়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যমের সামনে ভজন সিং রানা নামে সেই অটো চালক বলেন, ‘বান্দ্রার রাস্তায় গভীর রাতে আমি তখন অটো চালিয়ে আসছি। হঠাৎ এক নারীর চিৎকার কানে আসে। তিনি আমাকে সাহায্যের জন্য কাকুতি মিনতি করা শুরু করেন। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে সেটা সাইফ আলি খানের বাড়ি। আমি ভেবেছি, চারদিকে যেমন হেনস্তার ঘটনা ঘটে, তেমনই কিছু হবে।’

ভজন সিং বলেন, ‘পরে দেখি গুরুতর জখম অবস্থায় সাইফ হেঁটে আমার অটোতে উঠে বসলেন। একটা বাচ্চা এবং আরেকজন সঙ্গে ছিলেন। অটোতে উঠেই সাইফ প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন হাসপাতালে পৌঁছাতে কতক্ষণ লাগবে? আমরা ৮-১০ মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে যাই।’

ভজন জানিয়েছেন, সাইফের পিঠ যে রক্তে ভেসে যাচ্ছিল তা তিনিও দেখেছেন। সাইফের সাদা জামার পিছন দিক রক্তে ভেসে যাচ্ছিল। সাইফের ডানদিকে ঘাড়ের কাছ থেকেও রক্ত পড়ছিল। প্রথমে ভজন ভেবেছিলেন, এটা হয়তো আর পাঁচটা মারামারির কোনো ঘটনার মতো। তবে গোটা রাস্তায় সাইফ স্বাভাবিকই ছিলেন বলে জানিয়েছেন ওই অটোচালক। লীলাবতী হাসপাতালে পৌঁছে সোজা জরুরি বিভাগের সামনে অটো নিয়ে গিয়ে থামান তিনি। তখন সাইফ আলি খান নিজেই অটো থেকে নেমে হাসপাতালের কর্মীদের নিজের পরিচয় দিয়ে দ্রুত চিকিৎসা শুরু করতে অনুরোধ করেন। তখনই ভজন সিং সাইফকে চিনতে পারেন। তবে দু-তিন মিনিট অপেক্ষার পর ফিরে হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি।

ভজনের কথায়, সাইফের পিঠ থেকে এতটাই রক্ত বেরোচ্ছিল যে তার অটোর সিটেও রক্তের দাগ লেগে যায়। পরে তা তিনি পরিষ্কারও করে নেন। ভজন জানান, ‘আমি ওনাদের থেকে ভাড়াও নিইনি। বিপদের সময় আমি যে ওনাদের সাহায্য করতে পেরেছি, এটা ভেবেই ভালো লাগছে।’

এদিকে অটোচালক ভজন সিং এখন মুম্বাইয়ের বান্দ্রা লাইনে বেশ ফেমাস। অনেকেই তাকে এই ঘটনার জন্য সাক্ষাৎ ‘ঈশ্বরের দূত’ বলেও মনে করছেন।

প্রসঙ্গত, গত বুধবার মধ্যরাতে সাইফ আলি খানের বাড়ির ভেতর ঢুকে পড়েছিল দুর্বৃত্তরা। ছেলের ঘরের সামনে ওই ব্যক্তিকে দেখে তার ওপর ঝঁপিয়ে পড়েন সাইফ আলি খান। তখনই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পর সাইফের নিউরো সার্জারি করা হয়েছে। সাইফের নিউরো সার্জন নীতিন দাঙ্গে জানিয়েছেন, তার পিঠে থোরাসিক স্পাইনাল কর্ডের পাশ থেকে ২-৩ ইঞ্চি গভীরে ঢোকা ধারালো অস্ত্র বের করা হয়েছে। দ্রুত তার অস্ত্রোপচার করা হয়েছে। তার স্পাইনাল ফ্লুইড (মেরুদণ্ডের রস) বেরোতে শুরু করেছিল, তা বন্ধ করতেই এই অস্ত্রোপচার। তবে অস্ত্রোপচার সফল হয়েছে, স্থিতিশীল রয়েছেন অভিনেতা।