জুমবাংলা ডেস্ক : ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় আওয়ামী লীগ। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গী হয়েছেন ২৫ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। এরই মধ্যে তাঁরা শপথ নিয়েছেন। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই মন্ত্রিসভার সদস্যদের গড় বয়স প্রায় ৬৬ বছর, যা আগে ছিল ৬০। এর মধ্যে ৮০ বছরের বেশি বয়সী মন্ত্রী দুজন। আর মন্ত্রিসভার সবচেয়ে কম বয়সী সদস্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তার বয়স ৪০-এর কোটায়।
নতুন মন্ত্রিসভার সবচেয়ে প্রবীণ সদস্য পরিকল্পনামন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুস সালাম। বয়স ৮১ বছর ৮ মাস। তাঁর ঠিক এক বছর কম বয়স, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর। আর মন্ত্রিসভার সবচেয়ে তরুণ সদস্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তার বয়স ৪০ বছর ৭ মাস।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, এবারের মন্ত্রিসভায় ৭০ থেকে ৮০ বছর বয়সী সদস্য ১৫ জন। তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স ৭৬ বছর ৪ মাস। এই তালিকায় আছেন আ ক ম মোজাম্মেল হক ও ওবায়দুল কাদেরের মতো জ্যেষ্ঠ নেতারা।
৬০ থেকে ৬৯ বছর বয়সী মন্ত্রী ও প্রতিমন্ত্রী ১১ জন। আর ৫০ থেকে ৫৯ বছরের মধ্যে আছেন ৫ জন। অন্যদিকে, ৪০ থেকে ৪৯ বছর বয়সী চারজন। তাদের মধ্যে শিক্ষামন্ত্রী ছাড়াও আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।
এদিকে নতুন মন্ত্রিসভার সদস্যরা রোববার (১৪ জানুয়ারি) থেকে তাদের দায়িত্ব পালন শুরু করেছেন। তারা আজ নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন। বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।