জুমবাংলা ডেস্ক : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বর্তমান সরকার বিরোধী একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার মুড়লি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজু আহম্মেদ আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। তিনি যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী। তার বিরুদ্ধে স্থানীয় এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডসহ তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।
জনা যায়, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে যশোর সদর উপজেলার ১১নং রামনগর ইউনিয়নের কানাইতলা নামক এলাকায় রাজু আহম্মেদের নেতৃত্ব বর্তমান সরকার বিরোধী একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ বাদী হয়ে তাকে ১নং আসামী করে একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় তাকে আটক করা হয়েছে মর্মে কোতয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, এছাড়া তিনি যশোর জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। আপাতত তাকে এ মামলায় রোববার আদালতে চালান দেওয়া হবে। এছাড়া রাজুর বিরুদ্ধে অন্যসব অভিযোগের বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে।
রাজু আহম্মেদ পতিত সরকারের আমলের তিনি বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।