যে কারণে বিদেশে কার্ডে টাকা তোলা বন্ধ করল ব্যাংক

জুমবাংলা ডেস্ক : দেশের দুটি ব্যাংক সম্প্রতি বিদেশে কার্ড দিয়ে অর্থ উত্তোলন সুবিধা বন্ধ করেছে। হঠাৎ করে ব্যাংকগুলো কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে নানা মহলে চলছে কানাঘুষা।

২৪ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক সবার আগে বিদেশে কার্ড দিয়ে অর্থ উত্তোলন সুবিধা বন্ধ করে। পরবর্তীতে ৩১ ডিসেম্বর একই সিদ্ধান্ত নেয় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

হঠাৎ করে ব্যাংকগুলো কেন বিদেশে কার্ড দিয়ে অর্থ তোলা বন্ধ করেছে, এ নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্টদের মনে। অনেকে বলছেন ডলার সংকট সমাধানে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবার অনেক অর্থনীতিবিদদের মতে, বিদেশ ভ্রমণকারীরা নগদ ডলার তুলে দেশের বাজারে বেশি দামে যাতে বিক্রি করতে না পারে তাই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইস্টার্ন ব্যাংকের যোগাযোগ বিভাগের প্রধান জিয়াউল করিম সময় সংবাদকে বলেন, কার্ড ব্যবহার করে অর্থ তোলার পরিমাণ দিন দিন বাড়ছে। কিছু কিছু দেশে তা অনেক বেড়ে গেছে। এ অবস্থায় দেশে ডলার সাশ্রয় করতে এমন সিদ্ধান্ত নিচ্ছে ব্যাংকগুলো।

বিদেশে কার্ড দিয়ে অর্থ উত্তোলন বন্ধে ইস্টার্ন ব্যাংকের সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, ১ জানুয়ারি থেকে ইবিএলের কার্ড দিয়ে দেশের বাইরে সব প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে। দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। এতে খরচ কমাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

তবে কার্ড ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করা না গেলেও গ্রাহকরা প্রয়োজন মতো কেনাকাটা করতে পারবেন জানিয়ে জিয়াউল বলেন, ভ্রমণ কোটার ম‌ধ্যে পিওএস এবং ই-কমা‌র্সের মাধ্য‌মে যেকো‌নো বৈধ কেনাকাটা কর‌া যাবে।

কতদিন পর্যন্ত বিদেশে কার্ড দিয়ে টাকা উত্তোলন বন্ধ থাকবে জানতে চাইলে জিয়া বলেন, ঠিক কতদিন পর্যন্ত এ নিয়ম বলবৎ থাকবে তা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, দেশে কিছুটা ডলার সংকট তো অবশ্যই আছে। এ সংকট কাটাতে ডলার সাশ্রয়ের চেষ্টা করছে ব্যাংকগুলো। এরই অংশ হিসেবে কিছু ব্যাংক দেশের বাইরে কার্ড দিয়ে অর্থ উত্তোলন সাময়িক বন্ধ রেখেছে।

তবে এভাবে ডলার কতটা সাশ্রয় করা যাবে এটা বলা মুশকিল বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, নগদ অর্থ উত্তোলন বন্ধ করলেও কার্ড দিয়ে অনলাইন ও অফলাইন কেনাকেটা করা যাবে। তাই এটা কতটা কার্যকরি হবে এখনই বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আগে অনেকেই বিদেশে গিয়ে কার্ড দিয়ে অর্থ উত্তোলন করে দেশে নিয়ে এসে চড়া দামে বিক্রি করতো। নগদ অর্থ উত্তোলন বন্ধ করায় অসাধুদের দৌরাত্ম্য কিছুটা কমবে।

২০২২ সালের মাঝামাঝি থেকে দেশে ডলার সংকট দেখা দেয়; যা এখন পর্যন্ত অব্যাহত আছে। ডলার সংকটের কারণে রিজার্ভের ওপর চাপ বাড়তে শুরু করলে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংক পরিস্থিতি প্রশমনে নানা ধাঁচের সিদ্ধান্ত নেয়। বিদেশে কার্ড থেকে অর্থ উত্তোলনের সুবিধা বন্ধ এরই একটি অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।