আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুইশ বছর পর প্রথমবারের মতো দক্ষিণ ইংল্যান্ডের তৃণভূমিতে ফিরে এসেছে গ্রেট বাস্টার্ড পাখি। ইউরোপের সবচেয়ে বেশি ওজোনের উড়ন্ত পাখি ফিরে আসায়, বিমোহিত যুক্তরাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণবাদীরা। তাদের দীর্ঘ ২০ বছরের পরিশ্রমের ফল এটি।
ওটিস প্রজাতির পাখি গ্রেট বাস্টার্ড। ইউরোপের সবচেয়ে ভারী উড়ন্ত পাখি হিসাবে বিখ্যাত এই প্রাণী। পুরুষ পাখির ওজন ২২ কেজি পর্যন্ত হয়ে থাকে।
উত্তর মরক্কো, দক্ষিণ ও মধ্য ইউরোপ থেকে নাতিশীতোষ্ণ মধ্য ও পূর্ব এশিয়া পর্যন্ত খোলা তৃণভূমি এবং কৃষিজমিতে বংশবৃদ্ধি করে গ্রেট বাস্টার্ড। যুক্তরাজ্যে সবশেষ ১৮৩২ সালে দেখা গিয়েছিল এই পাখি ।
ব্রিটেনে পাখিটিকে ফিরিয়ে আনতে দীর্ঘ ২০ বছর ধরে কাজ করছে একদল বন্যপ্রাণী সংরক্ষণবিদ। রাশিয়া এবং স্পেনের বিপন্ন বাসা থেকে ডিম সংগ্রহ করে গ্রেট বাস্টার্ডের প্রজননের ব্যবস্থা করেছে তারা।
বর্তমানে উইল্টশায়ারের স্যালিসবারি সমভূমিতে বিচরণ করছে প্রায় একশ পাখি।
দ্য গ্রেট বাস্টার্ড গ্রুপের প্রতিষ্ঠাতা ডেভ ওয়াটার্স বলেন, এটি একটি দুর্দান্ত সাফল্যের গল্প। এরা সত্যিকারের বন্য পাখি। আমি এদের দেখে মুগ্ধ হই। এদের গুঞ্জনধ্বনি আমাকে প্রশান্তি দেয়।
গত বছর স্যালিসবারিতে এই পাখির রেকর্ড সংখ্যক বাসা খুঁজে পাওয়া গেছে। যা এই অঞ্চলে পাখিটিকে টিকে থাকতে সহায়তা করবে বলে প্রত্যাশা বন্যপ্রাণী সংরক্ষণবাদীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।