আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানেটিকাটে একটি বড় কালো ভালুক এক বেকারির গ্যারেজে ঢুকে ৬০টি কাপকেক খেয়ে নেয়, পরে ওই দোকানের কর্মীরা গাড়ির হর্ন ব্যবহার করে প্রাণীটিকে তাড়াতে সক্ষম হন।
কানেটিকাটের এভন শহরের টেইস্ট বাই স্পেলবাউন্ড বেকারির কর্মীরা ডেলিভারির জন্য গ্যারেজের ভেতর একটি মালবাহী গাড়িতে কাপকেক তুলছিলেন। তখন ভালুকটি গ্যারেজে ঢুকে সবাইকে আতঙ্কিত করে কাপকেক ভর্তি একটি বাক্স টেনে নিয়ে যায়।
বেকারিটির এক কর্মী স্থানীয় এক টেলিভিশন স্টেশনকে বলেন, “এটা আতঙ্কিত হওয়ার মতো ঘটনা ছিল। এটি ঘুরে আমার দিকে এগিয়ে এসেছিল। এই ঘটনার পর আমার হার্টবিট বেড়ে যায়।
“এটি এতো কাছে ছিল দোকানের দরজাও বন্ধ করতে পারছিলাম না, তাই সেখান থেকে সরে দৌঁড়ে পালানো ছাড়া উপায় ছিল না।”
ওই এলাকার নজরদারি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, কর্মীরা বেকারির একপাশ দিয়ে এসে ভালুকটিকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু উল্টো ভালুকটিই তাদের আতঙ্কিত করে ছাড়ে।
ডব্লিউটিএনএইচ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এরপর ভালুকটি গ্যারেজ থেকে কাপকেক ভর্তি একটি বাক্স টেনে নিয়ে গিয়ে প্রায় ৬০টি কেক খেয়ে নেয়।
পরে বেকারির এক কর্মী একটি গাড়ি নিয়ে এসে সেটির হর্ন বাজিয়ে ভালুকটিকে তাড়াতে সক্ষম হন।
বেকারির গ্যারেজের ভেতরে থাকা এক কর্মী জানান, তিনি ভয় দেখিয়ে ভালুকটিকে তাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি ফিরে এসে কাপকেকের বাক্স নিয়ে যায়।
পরে কানেটিকাট ডিপার্টমেন্ট অব এনার্জি এন্ড ইনভায়রনমেন্ট প্রটেকশন ঘটনাস্থলে এসে মিষ্টান্ন ব্যবহার করে একটি ভালুকের ফাঁদ পেতে রেখে যায়। যুক্তরাষ্ট্রের এ অঙ্গরাজ্যটিতে ১০০০ থেকে ১২০০টি ভালুক আছে বলে জানিয়েছে তারা।
গত বছর অঙ্গরাজ্যটির ১৬৯টি শহরের মধ্যে ১৫৮টিতে ভালুক দেখা গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।