সর্বজনীন পেনশনে অর্থ ফেরতের সুবিধা চালু!

জুমবাংলা ডেস্ক : সর্বজন পেনশন স্কিমে নতুন করে পেনশনারদের জন্য অর্থ ফেরত নেওয়ার সুবিধা চালু করা হয়েছে। তবে এই সুবিধা শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে, যদি পেনশনার সরকারি চাকরিতে যোগ দেন অথবা পেনশনারের মৃত্যু ঘটে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, পেনশনার যদি সরকারি চাকরিতে যোগদান করেন, তাহলে তিনি সর্বজনীন পেনশনে জমাকৃত অর্থ ফেরত পেতে অনলাইনে আবেদন করতে পারবেন। অন্যদিকে, পেনশনারের মৃত্যু হলে তাঁর নমিনি অনলাইনের মাধ্যমে আবেদন করে পেনশনের টাকা নগদায়ন করতে পারবেন।

কীভাবে আবেদন করবেন
প্রথমে সর্বজনীন পেনশনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ড্যাশবোর্ডের বাম পাশে থাকা ‘অর্থ ফেরত (মৃত্যুজনিত/সরকারি চাকরি)’ বাটনে ক্লিক করতে হবে। তারপর নগদায়নের কারণ জানতে চাওয়া হবে। ড্রপডাউন মেনু থেকে দুটি অপশনের মধ্যে একটি নির্বাচন করতে হবে—’সরকারি চাকরিতে যোগদান’ বা ‘মৃত্যুজনিত’।

এরপর ডান পাশে থাকা সবুজ রঙের ‘আবেদন শুরু করুন’ বাটনে ক্লিক করতে হবে।

এই প্রক্রিয়ার মাধ্যমে পেনশনার বা তাঁর নমিনি সহজেই জমাকৃত অর্থ ফেরত নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।