লাইফস্টাইল ডেস্ক : বাচ্চা থেকে বয়স্ক সকলেই প্রায় সকলেই প্রায় চকোলেট খেতে ভালবাসেন। তবে চকোলেট যে শুধু খেতে ভালবাসি বা খাওয়ার জন্য খাই তা কিন্তু নয়। চকোলেট খেলেও স্বাস্থ্যেরও কিন্তু অনেক উন্নতি হয়।
তবে ডার্ক চকোলেট সকলে খেতে পছন্দ করেন না, কারণ এতে কোকোর ভাব বেশি থাকার কারণে এটি সামান্য তেতো তেতো হয়। ডার্ক চকোলেট খেলে আপনার স্বাস্থের উন্নতি হবে। শরীরে ঢুকবে অনেক পুষ্টিও। শুনে অবাক হচ্ছেন! দেখুন ডার্ক চকোলেট খেলে আপনার শরীরে কী কী উপকার হবে।
কী কী থাকে এই চকোলেটে
ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেন্টরি উপাদান রয়েছে, তাই ডার্ক চকোলেট শরীরের জন্য খুব ভালো। তবে প্রচুর পরিমাণে কোন কিছুই খাওয়া ভালো না, ঠিক তেমন প্রচুর পরিমাণে চকোলেট খাওয়াও কিন্তু ভালো না।
কেন খাবেন ডার্ক চকোলেট?
কেন খাবেন ডার্ক চকোলেট? এতে ৭০ শতাংশের বেশি কোকো থাকে। এছাড়া রয়েছে পটাশিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, ফসফরাস যা শরীরের বিভিন্ন কাজে লাগে।
প্রেসার ঠিক রাখে
যদি আপনি প্রেসার ঠিক রাখতে চান তাহলে ডার্ক চকোলেট খেতে পারেন, কারণ ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে ফ্ল্যাভানলস থাকে, আপনার নার্ভ ঠিক রাখতে আপনি ডার্ক চকোলেট খেতে পারেন। রক্ত প্রবাহ সঠিকভাবে হবে, প্রেসারও ঠিক থাকবে।
কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে
ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেয়, এই ডার্ক চকোলেট, খারাপ কোলেস্টেরল বা এলডি এলের মাত্রা কমতে এর জুরি মেলা ভার।
ত্বক ভালো রাখে
আপনি আপনার ত্বককে ভালো রাখতে চান তাহলে তাহলে খান ডার্ক চকোলেট। কারণ, চকোলেটে থাকে বায়োঅ্যাক্টিভ যৌগ। যেটি আপনার ত্বককে ভালো রাখতে সক্ষম, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বককে খুব ভালোভাবে বাঁচাবে এই ডার্ক চকোলেট।
মস্তিষ্ক ভালো রাখতে খান ডার্ক চকোলেট
ডার্ক চকোলেট খেলে মস্তিষ্ক ভালো থাকবে আপনার। আপনি যদি নিত্যদিন এই চকোলেট খান তাহলে আপনার মস্তিষ্ক খুব ভালো থাকবে, সেইসঙ্গে মনে রাখার ক্ষমতাও বাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।