বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আপনি যদি বাইক ক্রয় করতে চান তাহলে ইলেকট্রিক বাইকের কথা চিন্তা করতে পারেন। আপনার দৈনন্দিন লাইফ স্টাইলে এটি নতুন মাত্রা যোগ করতে পারে। কর্মস্থলে যাতায়াত করা, পাহাড়ে ভ্রমণ করা, cargo বাইকের মাধ্যমে ডেলিভারি দেওয়া; প্রয়োজনীয় সব ধরনের ইলেকট্রিক বাইক নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে।
Urban Arrow Family Electric Cargo Bike
আপনার পরিবারের জন্য একটি দুর্দান্ত ইলেকট্রিক কার্গো বাইক দরকার হলে এটির কথা বিবেচনা করতে পারেন। ফ্রন্ট লোডার স্টাইলে এ বাইকটি কাজ করে। ছোটদের নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছে। চারজন যাত্রী নেওয়া সম্ভব হবে এ বাইকের মাধ্যমে । পার্বত্য অঞ্চল্য এ বাইকটি প্রতি ঘন্টায় 15 মাইল পর্যন্ত শক্তি সরবরাহ করতে সক্ষম।
Trek Fetch+ 4
আপনি যদি হালকা-পাতলা গড়নের বাইক ক্রয় করতে চান তাহলে এটি বিবেচনা করতে পারেন। পরিবারের ছোট বাচ্চাদের এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাওয়ার জন্য এটি আদর্শ হবে। বিভিন্ন জিনিসপত্র সাপ্লাই করার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। বাইকটির ওজন প্রায় ১৬৩ পাউন্ড।
Yuba Spicy Curry
ট্রেডিশনাল সাইকেল দেখতে যেমন তার সাথে এটির বেশি মিল রয়েছে। এটি রাইড করা যেমন সহজ তেমনি এটি বেশ মজাদার। বাইকটির বহন ক্ষমতা প্রায় ৪৪০ পাউন্ড। ছয় ফুটের কম লম্বা রাইডারদের জন্য এটি পরিচালনা করা বেশ সহজ হবে। বাইকটির পেছনের চাকা সামনের চাকার থেকে ছোট। প্রতি ঘন্টায় ২০ মাইর পর্যন্ত গতি অর্জন করতে সক্ষম হবে বাইকটি।
RadRunner 3 Plus
সাশ্রয়ী মূল্যের বাইক ক্রয় করতে চাইলে এটি বিবেচনা করতে পারেন। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাইকটি ডিজাইন করা হয়েছে। বাইকটি টেকসই ব্যাটারি লাইফ অফার করছে। বাইকের রেঞ্জ ৪০ মাইল পর্যন্ত। গ্রাহকরা ১০০ মাইল পর্যন্ত রেঞ্জ আনতে ডাবল ব্যাটারি সিস্টেম ব্যবহার করতে পারেন।
Cowboy
এ বাইকের ডিজাইন দেখে আপনি অভিভূত হয়ে যাবেন। বাইকের ডিজাইন বেশি হালকা পাতলা গড়নের এবং শহুরে এলাকার জন্য এটি বেশি উপযুক্ত। আপনার স্টাইলিশ বাইক পছন্দ হলে এটিই বিবেচনায় রাখতে পারেন। এ বাইকটি বেলজিয়াম ব্র্যান্ডের একটি পণ্য। ঘন্টা প্রতি ২০ মাইল পর্যন্ত আপনি যেতে পারবেন।
RadRunner 2
এটি দেখতে অনেকটা ট্রাডিশনাল বাইকের মতই। কালো রঙের ডিজাইন পছন্দ হলে বাইকটি বিবেচনায় রাখতে পারেন। এলইডি ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডাটা সহজে বুঝতে পারবেন। ৭৫০ ওয়াটের একটি মোটর ব্যবহার করার কারণে ২০ মাইল প্রতি ঘন্টা পর্যন্ত টপ স্পিড পেয়ে যাবেন। বাইকের ব্যাটারি রেঞ্জ ৪৫ মাইল পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।