বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি বাজারে এসেছে টিভিএসের নতুন ইলেকট্রিক বাইক। মডেল টিভিএস এক্স ইলেকট্রিক। টিভিএসের এই কনসেপ্ট ইলেকট্রিক স্কুটার বাজারে আসার পর থকেই শুরু হয়েছে কৌতূহল। ডিজাইন দেখেই নজর ফেরাতে পারছেন না ক্রেতারা। ঠিক কী কী কারণে এই স্কুটারের ওপর ভরসা করতে পারেন আপনি।
এই ইলেকট্রিক স্কুটারের প্রধান হাইলাইটের ডিজাইন। কনসেপ্ট শো স্ট্যান্ড থেকে সরাসরি তুলে নেওয়া হয়েছে এই নকশা। একটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে নির্মিত, ডিজাইনটি চটকদার এবং এখনও পর্যন্ত যেকোনও ইভি স্কুটারের চেয়ে বেশি আগ্রাসী দেখায়। অল-এলইডি হেডল্যাম্পটিও অনন্য আকৃতির, এমন কিছু বিবরণ যা আলাদা করে নজরে পড়বে আপনার। তার মধ্যে রয়েছে একটি খোলা ফ্রেম। এটি একটি স্কুটার এবং একটি মোটরসাইকেলের মধ্যে ক্রস ডিজাইন মনে হতে পারে আপনার। এছাড়াও এর টার্ন ইন্ডিকেটর ও আলোর সেটিং আপনার আলাদা করে নজরে আসবে।
স্কুটারটিতে রয়েছে ১০.২ ইঞ্চির এইচডি প্লাস টিএফটি টাচস্ক্রিন। যা রাইডারের মনোযোগ আকর্ষণ করবে। প্রযুক্তিতে পরিপূর্ণ এই স্কুটার সবার থেকে আলাদা। বিশাল স্ক্রিনটি টিল্ট-অ্যাডজাস্টেবল এবং ইনবিল্ট ফিচারের লোড থাকা অবস্থায় আপনি ইন্টারনেটও ব্রাউজ করতে পারেন। এছাড়াও রয়েছে ন্যাভপ্রো, একটি ইনবিল্ট ন্যাভিগেশন। এটা শুধু গতি দেখানোর বাইরেও আরও অনেক সুবিধা দেয়।
নতুন এই বৈদ্যুতিক বাহনে ১১ কিলোওয়াট আওয়ারের মোটর রয়েছে। এই মোটর ৭ কিলোওয়ার শক্তি এবং ৪০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে।
তিনটি রাইড মোড এবং পাঁচটি নির্বাচনযোগ্য রিজেন ব্রেকিং মোড রয়েছে স্কুটারে। এই স্কুটার এক চার্জে ১৪০ কিলোমিটার চলবে। এর দাম ভারত আড়াই লাখ রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।