দ্য বেস্ট: কারা পেলেন মেসির ভোট, মেসিকে ভোট দিলেন যারা

best

স্পোর্টস ডেস্ক : অবশেষে সবার সেরা হলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র! ব্যালন ডি’অরে হয়নি, কিন্তু ফিফা দ্য বেস্ট রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকার। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে কাতারের দোহায় এই পুরস্কারটি তার হাতে তুলে দেয়া ফিফা।

best

প্রথমবারের মতো শিরোপা পেতে গিয়ে ভিনিকে লড়াই করতে হয়েছে কিংবদন্তি লিওনেল মেসি, ব্যালন ডি’অরজয়ী রদ্রি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও লামিন ইয়ামালদের সঙ্গে। এবারের রেসে মেসি ষষ্ঠ স্থান নিশ্চিত করেন।

এদিকে পুরস্কার অনুষ্ঠান শেষে ফিফা ভোটের বিস্তারিত প্রকাশ করা হয়েছে, যেখানে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তার ভোটের তালিকা প্রকাশ করেছেন। মেসি তার ভোটে তিনজন খেলোয়াড়কে বেছে নেন। প্রথমে, তিনি স্পেনের তরুণ প্রতিভা লামিন ইয়ামালকে ভোট দেন। দ্বিতীয় পছন্দ হিসেবে ছিলেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে এবং তৃতীয় পছন্দ হিসেবে ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়রকে ভোট দেন। যিনি শেষ পর্যন্ত ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতেন।

এছাড়া, মেসিকে যারা বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে ভোট দিয়েছেন, তাদের মধ্যে বিভিন্ন দেশের জাতীয় দলের অধিনায়ক ও কোচ অন্তর্ভুক্ত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- বাংলাদেশের সোহেল রানা, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, চিলির রিকার্দো গারেকা, এবং ফিজির শেরম্যান রোব।

স্বামীর ঋণের দায়ে ২ শিশুসহ স্ত্রী গ্রেফতার

মেসির দেয়া ভোট তরুণ খেলোয়াড়দের প্রতি তার সমর্থন ও শ্রদ্ধার প্রতিফলন। তবে, ২০২৩ সালের বিজয়ী মেসি এবার ষষ্ঠ স্থানে শেষ করলেও, ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ পারফরম্যান্সের কারণে তার জন্য ‘দ্য বেস্ট’ পুরস্কার এসেছে।