বিনোদন ডেস্ক : মা হতে যাচ্ছেন অভিনেত্রী রিচা চাড্ডা। পেশাদার ব্যস্ততা কমিয়ে এখন ব্যক্তি জীবনেই বেশি সময় দিচ্ছেন অভিনেত্রী। এর মধ্যেই আজ বুধবার নেটফ্লিক্সে মুক্তি পেল ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। পরিচালক সঞ্জয় লীলা বানসালীর প্রথম ওয়েব অভিষেকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রিচা। এবার জানালেন সেই অভিজ্ঞতা।
সিনেমার প্রচারের কারণে এখনও মাতৃত্বকালীন ছুটিতে যাননি অভিনেত্রী। বললেন, ‘এখনও আমি মাতৃত্বকালীন ছুটিতে যাইনি। তবে খুব শিগগিরই আমি বিরতি নেব। ভালো গান শুনে, ভালো বই পড়ে এই সময়টাকে উপভোগ করবো। শিশুর জন্য যা যা ভালো তাই করব।’
‘হীরামান্ডি’ সিরিজে ‘লাজ্জো’ হয়ে ওঠা বেশ চ্যালেঞ্জিং ছিল রিচার জন্য। এর প্রস্তুতির সময় তিনি মীনাকুমারীর ‘পাকিজা’ ছবিটা একাধিকবার দেখেছেন। তার কথায়, ‘আমার চরিত্রটি ‘পাকিজা’ ছবির মীনাকুমারীর চরিত্র দ্বারা অনুপ্রাণিত। উনি নাচ, অভিনয়— সব দিক থেকে সমৃদ্ধ ছিলেন। ‘লাজ্জো’র ক্ষেত্রে ওর এক শতাংশ কাছাকাছি যেতে পারলেই আমি খুশি।’
সাধারণত যে ধরনের চরিত্রে এত বছর রিচাকে দেখেছেন দর্শক, এই ওয়েব সিরিজ তার থেকে একেবারেই আলাদা। রিচা বলেন, ‘আমি নিজের ইমেজ ভাঙতে চাইছিলাম। এখানে সেই সুযোগ ছিল। সঞ্জয়ের সঙ্গে কাজ করা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা। আমি জানি ভালো-মন্দ দুই ধরনের মন্তব্যেরই মুখোমুখি হতে হবে আমাদের। এটুকু বলতে পারি, এমন একটি চরিত্রের জন্য আমি ক্ষুধার্ত ছিলাম।’
‘আমি নিজের এই কয়েক বছরের সফরকে ঘিরে সন্তুষ্ট, তবে কোথাও যেন পরিপূর্ণ নই। অনেক ধরনের চরিত্রে আমি অভিনয় করেছি। তবুও মনে হয় আমার অভিনেত্রী সত্তার সব দিক এখনও বিকশিত হয়নি। আমার জীবনে সেরা চরিত্রটি এখনও আসেনি’, নিজের ১৬ বছরের অভিনয় জীবন নিয়ে এটাই রিচার মূল্যায়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।