বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্মার্টফোনের বাজারে আলোড়ণ পড়তে চলেছে আগামী মাসে। নভেম্বর মাসটি স্মার্টফোন লঞ্চের দিক থেকে খুবই বিশেষ। কারণ আগামী মাসেই বাজারে আসতে চলেছে অনেক ব্র্যান্ডের নতুন স্মার্টফোন। Realme, Redmi, Oppo, Vivo, IQ-এর মতো ব্র্যান্ডগুলি আগামী মাসে বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন।
একেবারে লেটেস্ট স্মার্টফোন কিনতে চাইছেন? তাহলে আপনাকে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আগামী নভেম্বর মাসে, Oppo, Motorola, Realme, Redmi, Vivo এর মতো স্মার্টফোন নির্মাতা কোম্পানি তাদের নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। এই মাসে অনেকগুলি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আসতে চলেছে।
এই স্মার্টফোনগুলি নভেম্বরে লঞ্চ হবে
Redmi 14C 5G
স্মার্টফোন নির্মাতা কোম্পানি Redmi নভেম্বরে Redmi 14C 5G লঞ্চ করতে পারে। এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এতে আপনি 8GB RAM পাবেন। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে থাকবে 6.88-ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং একটি 50-মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ।
POCO C75 5G
Redmi এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে, Poco নভেম্বর মাসে POCO C75 5G লঞ্চ করতে পারে। আপনি এই স্মার্টফোনটিতে Redmi 14C 5G এর মতো বেশিরভাগ ফিচার্স পেতে চলেছেন। এই স্মার্টফোনে থাকতে পারে Mediatek Helio G85 চিপসেট। এতে আপনি পাবেন 8GB RAM এবং 50 megapixel ডুয়াল রিয়ার ক্যামেরা।
Realme GT 7 Pro
স্মার্টফোন নির্মাতা কোম্পানি Realme নভেম্বর মাসে Realme GT 7 Pro লঞ্চ করতে পারে। এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Elite সহ বাজারে আসতে পারে। এটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে যাতে আপনি 16GB পর্যন্ত RAM পেতে পারেন। এতে 6500mAh ব্যাটারি থাকবে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
iQOO 13
iQOO 13ও নভেম্বর মাসে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনটি 16GB RAM এবং 512GB স্টোরেজ সহ ভারতীয় বাজারে প্রবেশ করবে। এতে আপনি 6150mAh ব্যাটারির সাথে 120W ফাস্ট চার্জিং এর সাপোর্ট পাবেন। এই স্মার্টফোনে, থাকছে বিশেষ AI ক্যামেরা সেটআপ।
OPPO Find X8
Oppoও নভেম্বর মাসে বাজারে লঞ্চ করতে চলেছে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। OPPO Find X8 ইতিমধ্যেই চিনের বাজারে লঞ্চ করা হয়েছে এবং এখন কোম্পানি এটি ভারতের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিয়েছে। এই স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9400 চিপসেট এবং 16GB RAM থাকতে পারে। এই স্মার্টফোনে থাকবে 50+50+50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ । সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে একটি 32-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এতে আপনি 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।