আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমপ্রধান দেশ হয়েও মানুষের জীবনযাপনে অন্য যেকোনো আরব দেশ থেকে ধর্মীয়ভাবে বেশ শৈথিল্য দেখিয়ে আসছে দুবাই। মদের বার ও সুন্দরীদের দিয়ে যৌনসেবাসহ পর্যটনের সব আয়োজনই রয়েছে দেশটিতে। পর্যটনখানে আরো জৌলুস আনতে এবার বিশ্বের সবচেয়ে বড় ক্যাসিনো রিসোর্ট বানাতে যাচ্ছে দেশটি।
ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই ছোট্ট দেশটিতে জনসংখ্যার চেয়ে বেশি প্রবাসী। এছাড়া পর্যটনখানে অভাবনীয় উন্নতি করায় আমোদ প্রমোদের জন্য ধনাঢ্যদের পছন্দের শীর্ষে এখন দুবাই।
মুসলিমপ্রধান এই দেশটি মানুষের জীবনযাপনে অন্য যেকোনো আরব দেশ থেকে ধর্মীয়ভাবে বেশ শৈথিল্য দেখিয়ে আসছে। এখানে বার, সুন্দরীদের দিয়ে যৌনসেবাসহ পর্যটনের সব আয়োজনই রয়েছে।
এই আয়োজেনে আরো জৌলুস আনতে এবার প্রায় ৩৯০ কোটি ডলার ব্যায়ে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় ক্যাসিনো রিসোর্ট তৈরি করতে যাচ্ছে দুবাই।
এটির নির্মাণকাজ শেষ হতে সময় লাগবে প্রায় ৪ বছর। ইতিমধ্যে আল মারজান দ্বীপে প্রাথমিকভাবে রিসোর্টির নির্মাণকাজ শুরু করা হয়েছে বলে জানান, দেশটির ক্যাসিনো অপারেটর উইং।
চলুন দেখে নেই কি কি থাকছে এই রিসোর্টে
রিসোর্টিতে থাকবে ১৫০০শো কক্ষ, ২৪টি ডাইনিং , লাউঞ্জ, স্পা এবং নামীদামি সব শপিং কমপ্লেক্স। রাতে লেজার এবং লাইট শো এর ব্যবস্থা। এটির আয়তন প্রায় ১৮৫০০ বর্গমিটার। এখানে থাকবে অসাধারণ বিনোদন আয়োজন ও গেমিং সুবিধা। ২০২৭ সালে এ রিসোর্টটি উন্মোচিত হবে। যেটির কারনে দুবাইমুখী পর্যটকের ঢল আরো বাড়বে প্রত্যাশা দেশটির পর্যটন বিভাগের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।