হোন্ডার এই ক্ল্যাসিক বাইকে রয়েছে ৩৫০ সিসির শক্তিশালী ইঞ্জিন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোন্ডার ক্ল্যাসিক বাইক সিবি৩৫০। দেখতে সাদামাটা হলেও এতে রয়েছে ৩৫০ সিসির শক্তিশালী ইঞ্জিন। রেট্রো ডিজাইনে তৈরি এই মোটরসাইকেল তরুণদের কাছে জনপ্রিয়। কেননা, জাপানি সংস্থার এই বাইক লুকে যেমন আলাদা তেমনই পারফরম্যান্সেও রয়েছে চমক।

হোন্ডা সিবি ৩৫০ মডেল দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায। একটি ডিএলএক্স অন্যটি ডিএলএক্স প্রো। ভারতে এই বাইক দাম সোয়া দুই লাখ রুপির মধ্যে।

হোন্ডা সিবি ৩৫০ মোটরসাইকেলে রয়েছে ৩৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বাধিক ২০.৭ হর্সপাওয়ার এবং ২৯.৪ এনএম টর্ক উত্পন্ন করতে পারে।

এতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে। বাইকের ব্রেকিং ফিচার্স মিলবে ডুয়াল চ্যানেল এবিএস, ডিস্ক ব্রেক। থাকছে টেলিস্কপিক সাসপেনশন। বাইকে ফিচার্স পাওয়া যাবে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার ইন্ডিকেটর, এলইডি লাইটিং ইত্যাদি।