আন্তর্জাতিক ডেস্ক: বাংলায় একটা বিশ্বাস বহু মানুষের মধ্যে আছে। ১টি শালিক পাখি দেখা খারাপ। অর্থাৎ তা দুর্ভাগ্য ডেকে আনে। কোথাও ১টি শালিক পাখিকে ঘুরতে দেখলে অনেকে অন্য ১টি শালিককে পাশে দেখার চেষ্টা করেন। আর তা না পেলে মনে মনে প্রমাদ গোনেন। এবার বুঝি খারাপ কিছু হল।
২ শালিক না পেলে ওই ১ শালিককে স্যালুটও করেন। যাতে তাঁর দুর্ভাগ্যের সম্ভাবনা না থাকে। এটা নিছক বিশ্বাস বৈ তো নয়। কিন্তু সে কি কেবল বাংলাতেই চলে? উত্তরটা বোধহয় না।
খোদ ব্রিটেনে এই একই বিশ্বাসে ডুবে আছেন ব্রিটিশরা। সেখানে অবশ্য শালিক পাখি পাওয়া যায়না। তবে পাওয়া যায় ম্যাগপাই পাখি।
ব্রিটিশরা বিশ্বাস করেন ১টি ম্যাগপাই পাখি নজরে পড়াটা মানেই খারাপ সময় অপেক্ষা করছে। ২টি ম্যাগপাই একসঙ্গে দেখলে সে চিন্তা নেই।
তাই কোনও কারণে তাঁরা যদি ১টি ম্যাগপাই পাখি দেখে ফেলেন তখন তাঁরা তাঁর কুশাল জিজ্ঞাসা করেন। এটাই রীতি। এতে ব্রিটিশরা মনে করেন যে তাঁদের দুর্ভাগ্যের সম্ভাবনা কমে যায়। ১ ম্যাগপাই দেখলে তাই এভাবেই রাস্তায় দাঁড়িয়ে পড়ে পাখির কুশল জিজ্ঞাসা করেন এবং তাকে সেলাম জানান।
কেউ সে দেশের না হলে প্রাথমিকভাবে তাঁর অবাক লাগতে পারে এই কাণ্ড দেখে। ফলে শালিক হোক বা ম্যাগপাই, পশ্চিমবঙ্গ হোক বা ব্রিটেন, বিশ্বাস কোথাও গিয়ে এক সূত্রে বাঁধা পড়েই যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।