জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, বিএনপি সরকার বাংলাদেশে জ্বালাও পোড়াও আন্দোলন ছাড়া মানুষের কোনো দায়িত্ব পালন করেনি। কিন্তু আওয়ামী লীগের সাড়ে ১৩ বছরে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। শনিবার (২৮ মে) বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে ৪০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঘাটতি পূরণ করেছেন। ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় আসে আবারও ৫২ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। যা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী সেটি পূরণ করেছেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে।
মন্ত্রী বলেন, বিএনপি বাংলাদেশে জ্বালাও পোড়াও ছাড়া আর কোনো দায়িত্ব পালন করেনি। তাই এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হবে।
মন্ত্রী বলেন, দেশের প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। আগামীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র মো. মোরশেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।