জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে সোহেল রানা নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার মুক্তিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সোহেল রানা চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং পৌর এলাকার মুক্তিপাড়ার জামাত আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে কোর্টমোড় এলাকায় এক ব্যক্তির ইটের গাড়ি আটকে চাঁদাদাবি করেন সোহেল রানা। পরে ওই ব্যাক্তির অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে সোহেল রানাকে আটক করে পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী ওই ব্যক্তি আটক সোহেলের নামে মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন।
সদর থানার পুলিশ জানায়, আটককৃত সোহেল রানার নামে অনেক অভিযোগ আছে। ওই অভিযোগগুলো খতিয়ে দেখছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।