বিনোদন ডেস্ক : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এস এস রাজমৌলি দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছে এবং বক্স অফিসে তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন। বাহুবলী দ্য বিগিনিং এবং বাহুবলী দ্য কনক্লুশান বক্স অফিসে একাধিক ইতিহাস তৈরি করেছে।
এস এস রাজমৌলি পরিচালিত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘আরআরআর’ ছবিটির রেকর্ড গড়তে শুরু করে দিয়েছে। এখনো পর্যন্ত এই ছবিটি ৮০০ কোটি টাকার বেশি বক্স অফিস কালেকশন করে নিয়েছে। যেহেতু বাহুবলী সিনেমার পরিচালকও স্বয়ং এস এস রাজমৌলি সেহেতু ‘আরআরআর’ ছবিটির বক্স অফিস কালেকশন হয়তো বাহুবলি সিনেমার বক্স অফিস কালেকশনকে টেক্কা দেবে বলে বিশেষজ্ঞদের অনুমান।
এস এস রাজমৌলি পরিচালিত সকল সিনেমা গুলিতেই গল্প অত্যন্ত সুন্দরভাবে সাজানো থাকে। তার সাথে থাকে অসাধারণ অ্যাকশন। এই কারণেই এই পরিচালক এখনো পর্যন্ত যতগুলো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন সবগুলি হিট হয়েছে এবং বক্সঅফিসের রেকর্ডসংখ্যক টাকা আয় করেছে। ‘আরআরআর’ ছবিটির মূল বিষয়বস্তু হলো এই যে এই ছবিতে অভিনয় করা রাম চরণ ও জুনিয়র এনটিআর একে অপরের বন্ধু।
যারা দুজনেই দেশকে অত্যন্ত ভালোবাসেন। এক বন্ধু প্রত্যক্ষভাবে দেশকে ইংরেজদের হাত থেকে রক্ষা করতে চান তো অন্য বন্ধু পরোক্ষভাবে এই কাজ করতে চান। একসময় দেখা যায় এই দুই বন্ধু একে অপরের শত্রু হয়ে ওঠে এবং একে অপরকে আঘাত হানে। কিন্তু শেষমেস তাদের ভ্রান্তি কেটে যায়।
একইভাবে বাহুবলী সিনেমা টিকে এস এস রাজমৌলি দুটি ভাগে রিলিজ করেছিলেন। প্রথম ভাগে দেখানো হয়েছিল কাটাপ্পা বাহুবলী কে হত্যা করে। এই বিষয়টি দর্শকদের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করে। এবং কেন বাহুবলী কে কাটাপ্পা হত্যা করে সেটি জানতে বাহুবলী এর দ্বিতীয় ভাগ দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তার কিছু বছর পরই বাহুবলী দ্য কনক্লুশান রিলিজ হয় এবং বক্স অফিসে হিট হয়ে যায়।
এস এস রাজমৌলি পরিচালিত সকল সিনেমাতে যেমন অসাধারণ গল্প এবং অ্যাকশন থাকে ঠিক একই ভাবে সিনেমা গুলিতে গান বিশেষ ভূমিকা পালন করে। বাহুবলী বলুন অথবা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘আরআরআর’, দুটি সিনেমাতেই গান গুলি ব্যাপকভাবে হিট হয় এবং দর্শকদের মন ছুয়ে নেয়।
আপনি জানলে অবাক হবেন বাহুবলী সিনেমার দ্বিতীয় পার্ট টি ২০১৭ সালে ৯০০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছিল। এবং প্রথম দিনের আয় করেছিল ১৭১ কোটি টাকা। অন্যদিকে ‘আরআরআর’সিনেমাটি ১০০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এবং প্রথম দিনে বক্স অফিসে ২২৩ কোটি টাকা আয় করে রেকর্ড করে দেয়।
মাধ্যমিকের উত্তরপত্রেও পুষ্পা রাজ! ‘আপুন লিখেগা নেহি,’ লিখল পরীক্ষার্থী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।